Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Gujrat Riot

মোদীকে কেন ক্লিনচিট? গুজরাত দাঙ্গা নিয়ে জাফরির মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট

সিট-এর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালতে গিয়েছিলেন জাকিয়া জাফরি। ওই মামলায় তাঁকে আগাগোড়াই সাহায্য করেছে মানবাধিকার কর্মী তিস্তা শীতলবাদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাস্টিস অ্যান্ড পিস’। নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়ার বিরুদ্ধে গুজরাত হাইকোর্টেও আবেদন জানিয়েছিলেন জাকিয়া জাফরি। কিন্তু ২০১৪ সালে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।

গ্রাফিক- শৌভিক দেবনাথ।

গ্রাফিক- শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১৫:৩৭
Share: Save:

গুজরাত দাঙ্গা পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর। মোদীকে ক্লিন চিট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জাকিয়া জাফরির আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। ১৯ নভেম্বর, অর্থাৎ আগামী সোমবার তাঁর আবেদন শোনা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি, গুজরাত দাঙ্গার সময় আমদাবাদের গুলবর্গ সোসাইটিতে ৬৯ জনকে হত্যা করা হয়েছিল। বাড়ি থেকে টেনে বার করে এনে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ এহসান জাফরিকেও। তাঁর স্ত্রী জাকিয়া জাফরির অভিযোগ, লাগাতার যোগাযোগ করার চেষ্টার পরও পুলিশ প্রশাসনের কাছ থেকে সে দিন কোনও সাড়া মেলেনি। তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে সব জানা সত্ত্বেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন এহসান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি। যদিও ঘটনার তদন্তে নেমে মোদীকে ক্লিন চিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)।

সিট-এর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালতে গিয়েছিলেন জাকিয়া জাফরি। ওই মামলায় তাঁকে আগাগোড়াই সাহায্য করেছে মানবাধিকার কর্মী তিস্তা শীতলবাদের স্বেচ্ছাসেবী সংস্থা ‘জাস্টিস অ্যান্ড পিস’। নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়ার বিরুদ্ধে গুজরাত হাইকোর্টেও আবেদন জানিয়েছিলেন জাকিয়া জাফরি। কিন্তু ২০১৪ সালে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি, গুজরাত হাইকোর্টের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, এত দিন পরে কেন তিনি বিষয়টি নিয়ে আবেদন করার সিদ্ধান্ত নিলেন।

আরও পড়ুন: ‘আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম’, ফাঁসির আগে বলেছিল কাসভ

এর পর তিনি নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেওয়ার বিরুদ্ধে আবেদন জানান সুপ্রিম কোর্টে। ৮০ বছরের জাকিয়া জাফরির সেই আবেদন শুনতে সম্মত হল সুপ্রিম কোর্ট। আগামী ১৯ নভেম্বর সেই আবেদন শোনা হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘চাপে নয়, রিলায়্যান্সকে বেছেছি আমরাই’, মোদীকে স্বস্তি দিয়ে দাবি দাসো সিইও-র

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE