দুঃস্থেরা সাহায্য পায় না। অথচ দেশের ক্ষমতাশালী লোকেরা তাঁকে নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করছেন। সানি লিওনের টুইটার অ্যাকাউন্টে এমনই এক পোস্ট নজর কেড়েছে। হঠাৎ এ কথা লিখলেন কেন তিনি? কারণ অবশ্য একটা আছে। ওই দিনই এক বাম নেতা তাঁর নাম করে বেফাঁস মন্তব্য করেছিলেন। যে জন্য পরে সমালোচনার মুখেও পড়তে হয়েছে ওই নেতাকে। নাম না করে ওই বাম নেতাকে উদ্দেশ্য করেই কি তবে সানির পোস্ট? সে বিষয়ে কিছু না বললেও সানির স্পষ্ট বক্তব্য, “ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।”
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে একটি জনসভায় বাম নেতা অতুলকুমার অঞ্জন মন্তব্য করেন, সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে। বলিউড অভিনেত্রী সানি একটি কন্ডোম প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই ওই নেতা এমন মন্তব্য করেন। বলিউড এবং একই সঙ্গে সানির ভক্তদের তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতেও হয়েছে তাঁকে। পরে নিজের মন্তব্যের সংশোধন করে তিনি বলেন,‘‘আমার কথার ভুল মানে করা হয়েছে। সানি লিওনকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি। বিজ্ঞাপনটি অশ্লীল। সেটির সম্প্রচার বন্ধ করা উচিত।’’ সানির পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টিও। তিনি বলেন, ‘‘যে কোনও বিষয় নিয়ে যে কেউ সমালোচনা করতেই পারেন। তবে এটা কিছু মুষ্টিমেয় লোকের দৃষ্টি ভঙ্গি। বিষয়টির ইতিবাচক দিকগুলিকেও বিচার করা উচিত।’’
এই সংক্রান্ত আরও খবর:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy