নতুন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ছবি: পিটিআই।
ভোট চলাকালীনই প্রহরী বদলে গেল। মুখ্যনির্বাচন কমিশনারের দায়িত্বে এলেন সুনীল অরোরা।
পাঁচ রাজ্যের মধ্যে এখনও দু’রাজ্যের বিধানসভা নির্বাচন বাকি। ৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা তেলঙ্গানা এবং রাজস্থানে। নির্বাচন হয়েছে ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং মিজোরামে। আর ১১ ডিসেম্বর ফল ঘোষণার কথা। তার আগেই ২ ডিসেম্বর অর্থাৎ রবিবার মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে ওমপ্রকাশ রাওয়াতের শেষ দিন। এ দিন অবসর নেন তিনি।
নির্বাচন কমিশনের শীর্ষ পদে সুনীল অরোরার নিয়োগ চূড়ান্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ, বরিবার থেকেই তিনি নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন।৬১ বছরের সুনীল অরোরা রাজস্থানের আইএএস অফিসার। গত বছর সেপ্টেম্বরে নসীম জাইদি অবসর নেওয়ার পর থেকে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
তার আগে অর্থ, বস্ত্র, যোজনা-সহ বহু গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সচিব এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওই রাজ্যের প্রধান সচিব পদে ছিলেন।
আরও পড়ুন: ‘হিন্দু-মুসলমান একই ব্যবসা করি, এমন হবে কোনও দিন ভাবতে পারিনি’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy