জেএনইউ নিয়ে দিন কয়েক আগে সংসদে মুখ খুলেছিল তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে সংকীর্ণ জাতীয়তাবাদের অভিযোগ তোলেন সাংসদ সুগত বসু। আর এ বার সেই একই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীকেই নিশানা করলেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ।
শুক্রবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্ক চলাকালীন সুলতান বলেন, “প্রধানমন্ত্রী এখন আরএসএসের ইশারায় চলছেন। নাগপুর যা চাইছে, তেমনটাই করছেন প্রধানমন্ত্রী। মানুষ কী খাবে, তা কি কেন্দ্র ঠিক করে দেবে?” এ বিষয়ে আখলাকের প্রসঙ্গ টেনে সুলতান বলেন, “কি দোষ ছিল আখলাকের? কেন তাঁকে প্রাণ দিতে হল?”
সংখ্যালঘুদের উন্নয়নে কেন্দ্র কিছুই করেনি বলে এ দিন অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, “এই সরকারেরই বেশ কিছু নেতা বলেছেন, দেশকে অসহিষ্ণু মনে হলে পাকিস্তান চলে যাও। এই ধরনের বক্তব্য দেশের শান্তি বিঘ্নিত করছে। জাঠদের আন্দোলনে হরিয়ানা জ্বলছে। এ ক্ষেত্রেও প্রধানমন্ত্রী চুপ।” মন কি বাত নিয়েও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন সুলতান। “এক বছর আগেও মন কী বাত শুনত মানুষ। আর এখন লোকে এই অনুষ্ঠানকে বকওয়াস বলে।”
প্রধানমন্ত্রীকে আক্রমণের তীব্র বিরোধিতা করেন বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুডি। সুলতানের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি। শেষে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে চুপ করেন দুই সাংসদ।
আরও পড়ুন:
জেএনইউ ইস্যুতে অবশেষে সরব তৃণমূল, সঙ্কীর্ণ জাতীয়তাবাদ বিজেপির, বললেন সুগত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy