Advertisement
০২ নভেম্বর ২০২৪

মহাজোটের বৈঠক ঘিরে জল্পনা বিহারে

আগামী মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে বিরোধী জোটের। কিন্তু সে দিনই পটনায় সকাল সাড়ে ১১টায় ১ নম্বর অ্যানে মার্গের বাসভবনে জেডিইউয়ের সমস্ত শাখা-সংগঠনের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নীতীশ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ০৩:৫০
Share: Save:

রাষ্ট্রপতি পদপ্রার্থী স্থির করা নিয়ে বিরোধীদের বৈঠকে যাননি। এ বার উপরাষ্ট্রপতি নির্বাচনেও তাঁদের পাশ থেকে সরে আসার ইঙ্গিত দিলেন নীতীশ কুমার।

আগামী মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে বিরোধী জোটের। কিন্তু সে দিনই পটনায় সকাল সাড়ে ১১টায় ১ নম্বর অ্যানে মার্গের বাসভবনে জেডিইউয়ের সমস্ত শাখা-সংগঠনের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নীতীশ। যার অর্থ, রাহুল গাঁধীদের বৈঠকে সম্ভবত গরহাজিরই থাকতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

এমনিতে আগামী কাল সকাল ১০টায় পটনায় ১০ সার্কুলার রোডে রাবড়ীদেবীর সরকারি বাসভবনে আরজেডি বিধায়কদলের বৈঠক ডেকেছেন লালু প্রসাদ। দলের অন্দরমহলের খবর, ছোট ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদকে নিয়ে সেখানে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন আরজেডি শীর্ষনেতা। উল্লেখ্য, ‘বেনামি’ সম্পত্তির মামলায় আরজেডি বিধায়কদলের নেতা তেজস্বীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে সিবিআই। আরজেডি বিধায়কদের কাছে প্রদেশ বিজেপি নেতা সুশীল মোদী ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন— তাঁরা যেন তেজস্বীকে সরিয়ে অর্থমন্ত্রী আব্দুর বারি সিদ্দিকিকে উপমুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। রাজ্য মন্ত্রিসভা থেকে তেজপ্রতাপ ও তেজস্বীর পদত্যাগও দাবি করেছেন সুশীল।

আরও পড়ুন: মসুলে পৌঁছেই জয়ের খবর দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার নীতীশের দলের বৈঠকেও আলোচ্য রাজ্যের মহাজোট। এর পরে ১৬ জুলাই জেডিইউ বিধায়কদলের সঙ্গেও বৈঠক করবেন নীতীশ। দলীয় নেতাদের একাংশের বক্তব্য, ওই বৈঠকগুলিতে বিহারের মহাজোট নিয়েই আলোচনা করা হবে।

রাজগীরে তিন দিন থাকার পর আজ পটনা ফিরেছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজগীরে থাকাকালীনই লালুপ্রসাদের বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। তা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি নীতীশ। সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেননি জেডিইউয়ের কোনও নেতা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE