Advertisement
০৪ নভেম্বর ২০২৪
National News

তাজ, কুতুবে এবার ‘বিজনেস ক্লাস’ টিকিট কাটলেই স্পেশ্যাল আদর

স্বপ্নের তাজমহল দর্শন করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন। রোদে, গরমে অর্ধেক এনার্জি খতম। এ বার ট্যাঁকের জোর থাকলে লাইন এড়িয়ে সোজা আপনাকে ভিতরে নিয়ে যাওয়া হবে জামাই আদরে। শুধু তাজমহলই নয়, দেশের আরও কয়েকটি জনপ্রিয় সৌধ দেখার জন্য বাড়তি কড়ি ফেললেই অনেকগুলি বাড়তি সুবিধে দেওয়া হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ১৬:১৩
Share: Save:

স্বপ্নের তাজমহল দর্শন করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন। রোদে, গরমে অর্ধেক এনার্জি খতম। এ বার ট্যাঁকের জোর থাকলে লাইন এড়িয়ে সোজা আপনাকে ভিতরে নিয়ে যাওয়া হবে জামাই আদরে। শুধু তাজমহলই নয়, দেশের আরও কয়েকটি জনপ্রিয় সৌধ দেখার জন্য বাড়তি কড়ি ফেললেই অনেকগুলি বাড়তি সুবিধে দেওয়া হবে।

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানাচ্ছে, এই ‘বিজনেস ক্লাস’ টিকিটের বিনিময়ে পর্যটকদের দেওয়া হবে বিশ্বমানের পরিষেবা এবং সুযোগ সুবিধে। থাকছে ফ্রি ইন্টারনেট সার্ফিং, থ্রি-ডি ওয়াক, অডিও-ভিডিও গাইডেন্সের মতো আরও কিছু তাক লাগানো নয়া সুবিধে।

প্রাথমিক পর্যায়ে ভারতের প্রথম সারির পাঁচটি সৌধে এই স্পেশ্যাল টিকিট ব্যবস্থা চালু হবে। পরে অবশ্য আরও কিছু সংরক্ষিত সৌধকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

অন্য বিষয়গুলি:

Business Class Ticket India Monument
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE