Advertisement
০২ নভেম্বর ২০২৪

মাংস বন্ধ নিয়ে সোনমের পর সোনাক্ষীর টুইট বোমা

সোনম কপূরের পর সোনাক্ষী সিন্হা। চলতি মাসের চারটে দিন মুম্বইয়ে যে কোনও রকম মাংস বিক্রির উপরই নিষেধাজ্ঞা জারি নিয়ে টুইটে বোমা ফাটালেন তিনিও। এই নিষেধাজ্ঞার ঘোর বিরোধিতা করে সরকারের সমালোচনা করেছেন নায়িকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫৫
Share: Save:

সোনম কপূরের পর সোনাক্ষী সিন্হা। চলতি মাসের চারটে দিন মুম্বইয়ে যে কোনও রকম মাংস বিক্রির উপরই নিষেধাজ্ঞা জারি নিয়ে টুইটে বোমা ফাটালেন তিনিও। এই নিষেধাজ্ঞার ঘোর বিরোধিতা করে সরকারের সমালোচনা করেছেন নায়িকা। তাঁর মতে, কোনও স্বাধীন দেশে এমন ঘটনা ঘটতে পারে না। টুইটে তিনি জানিয়েছেন, ‘ওয়েলকাম টু ব্যানইস্তান!’ যাঁরা এই সব নিষেধাজ্ঞা জারি করেছেন তাঁদের সোনাক্ষী নির্বোধ বলেছেন। তাঁর টুইট ঘিরেও সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।

গত মঙ্গলবার টুইটারে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে সোনম লিখেছিলেন, ‘অসহিষ্ণু নারীবিদ্বেষী সংকীর্ণমনাদের জন্য ভারত চিরকাল তৃতীয় বিশ্বের দেশ হয়েই থেকে যাবে।’

চলতি মাসের চারটে দিন সব রকম মাংস বিক্রির উপরই নিষেধাজ্ঞা জারি হয়েছে মুম্বইয়ে। জৈনদের আসন্ন উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত বৃহন্মুম্বই পুরসভার। পুর কমিশনার অজয় মেটা জানিয়েছেন, আট দিন নয়, ১০, ১৩, ১৭ ও ১৮ সেপ্টেম্বর, এই চার দিন বন্ধ রাখা হবে মাংস বিক্রি। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে পদক্ষেপ করার হুমকি দিয়েছেন কমিশনার। তবে এ ভাবে জনজীবনে হস্তক্ষেপ করায় বিতর্ক শুরু হয়েছে রাজ্যের শাসক জোটের অন্দরেই। সোশ্যাল সাইটেও চলছে তরজা।

এই সেই টুইট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE