Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

মোদীকে খুনের মাওবাদী ছক! ভুতুড়ে গল্প বলে ব্যঙ্গ শিবসেনার

ওই প্রবন্ধে মোদী ও ফডণবীসের দীর্ঘায়ু কামনা করে বলা হয়েছে, গুপ্তচর সংস্থা ‘মোসাদ’ যেমন ইজরায়েলি নেতাদের নিরাপত্তার ‘বজ্র আঁটুনি’তে বেঁধে রাখে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীসের জন্যও এখন তেমন নিরাপত্তার প্রয়োজন হয়ে পড়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১৫:৩৮
Share: Save:

‘গায়ে কাঁটা দেওয়া ভুতুড়ে গল্প!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে মাওবাদীদের খুনের ফন্দি আঁটার খবরকে এ ভাবেই ব্যঙ্গ করল শিবসেনা।

মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোটের শরিক শিবসেনার বক্তব্য, রাজ্যে ভোটের আগে এমন প্রচার করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা হয়েছে। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয় নিবন্ধে এ কথা লেখা হয়েছে। ওই প্রবন্ধে মোদী ও ফডণবীসের দীর্ঘায়ু কামনা করে বলা হয়েছে, “গুপ্তচর সংস্থা ‘মোসাদ’ যেমন ইজরায়েলি নেতাদের নিরাপত্তার বজ্র আঁটুনিতে বেঁধে রাখে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীসের জন্যও এখন তেমন নিরাপত্তার প্রয়োজন হয়ে পড়েছে।”

‘সামনা’য় প্রকাশিত ওই সম্পাদকীয়তে প্রমাণ হল, বিজেপি-শিবসেনার সম্পর্কের বরফ একেবারেই গলেনি। অনেক দিন ধরেই শিবসেনার সঙ্গে সম্পর্কের তীব্র টানাপড়েন চলছে বিজেপির। হালে মহারাষ্ট্রে দু’টি লোকসভা এবং একটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি ও শিবসেনা আলাদা ভাবে লড়েছিল। তার ফলে বিজেপি একটি আসন খোয়ায়। বাকি আসনগুলিতেও বিজেপির ভোটের হারে ধস নামে। এর পরেই শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে, যেচে তাঁর অ্যাপয়েন্টমেন্ট চান বিজেপি সভাপতি অমিত শাহ। মুম্বইয়ে ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’তে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখাও করে আসেন বিজেপি সভাপতি।

আরও পড়ুন- ১৫২ আসন আর মুখ্যমন্ত্রীর কুর্সি চাই, বিজেপি-কে শর্ত দিচ্ছে শিবসেনা​

আরও পড়ুন- মোদী-ভূমেই জমি হারাচ্ছে বিজেপি​

ঘটনা হল, এ ব্যাপারে বিজেপির সবচেয়ে পুরনো বন্ধু শিবসেনা এখন যে কথা বলছে, প্রধানমন্ত্রী মোদীর দলের দুই ঘোর শত্রু কংগ্রেস আর শরদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-ও সেই একই কথা বলছে। শনিবারই কংগ্রেস-এনসিপি ওই খবরকে ‘মোদীর ভোট আদায়ের কৌশল’ বলে কটাক্ষ করেছিল।

‘সামনা’য় প্রকাশিত নিবন্ধে নামোল্লেখ না করে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘‘লক্ষ লক্ষ মানুষ খুন হলে কিছুই আসে যায় না। কিন্তু লক্ষ লক্ষ মানুষের পরিত্রাতা যিনি, তাঁকে তো প্রাণে বাঁচতেই হবে! ভোটের মুখে এমন খবরের প্রচার উদ্বেগজনক। আর তা নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটাও নিন্দনীয়।’’

পুণে পুলিশ গত বৃহস্পতিবার আদালতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ফন্দি এঁটেছিল সিপিআই (মাওবাদী)। সেই খুনের পরিকল্পনা এক অভিযুক্তের দিল্লির বাড়িতে পাওয়া চিঠি থেকে জানা গিয়েছে বলেও পুলিশের তরফে আদালতে জানানো হয়। আর তার ভিত্তিতে মুম্বই, নাগপুর ও দিল্লিতে ৫ জনকে গ্রেফতারও করা হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE