জেলে টিভি দেখতে পাবেন শশিকলা। নিজের সেলে আলাদা ভাবে নয়, সকলের সঙ্গে বসে। বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলের সুপার কৃষ্ণ কুমার আজ এক বিবৃতিতে জানান, আর পাঁচ জন বন্দির মতোই খাবারদাবার, পোশাক, বাসন পাচ্ছেন এডিএমকে শীর্ষ নেত্রী। তবে নিরাপত্তার কথা ভেবেই শশিকলা ও তাঁর আত্মীয়া ইলাভরসিকে মহিলা ওয়ার্ডে আলাদা একটি সেলে রাখা হয়েছে। তাঁদের প্রহরায় রয়েছেন এক মহিলা ওয়ার্ডেন। চার বছরের কারাদণ্ডের পাশাপাশি শশিকলাকে ১০ কোটি টাকা জরিমানাও করেছিল সুপ্রিম কোর্ট। জেল সুপার জানিয়েছেন, জরিমানার টাকা দিতে না পারলে বাড়তি ১৩ মাস জেলে থাকতে হবে শশিকলাকে।
বিরোধীরা অবশ্য বসে নেই। স্পিকার পি ধনপালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে তামিলনাড়ু বিধানসভার সচিবকে চিঠি লিখেছে ডিএমকে। বিরোধী দলের নেতা এম কে স্ট্যালিন বলেন, ‘‘গত ১৮ তারিখে আস্থা ভোটের সময়ে স্পিকারের গোপন উদ্দেশ্য ছিল। ইচ্ছাকৃত ভাবে বিরোধীদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তাই অনাস্থা আনব, ঠিক করেছি। ওই চিঠির প্রতিলিপি স্পিকারকেও দেওয়া হয়েছে।’’ মুখ্যমন্ত্রী পলানীস্বামীর বিরুদ্ধে ১১টি ভোট দেন তাঁর দলেরই বিরোধী শিবিরেরে নেতারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy