Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Kumbh Mela 2025

সাধুর ছদ্মবেশে জঙ্গিরা হানা দিতে পারে মহাকুম্ভে! প্রয়াগরাজে মোতায়েন হচ্ছে কমান্ডো, স্নাইপার

এ বারে প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি, মকরসংক্রান্তিতে। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রিতে। ৪৪ দিনের মহাকুম্ভে অন্তত ছ’টি শাহি স্নান হবে।

Security arrangements will be impenetrable in Prayag Kumbh Mela 2025, NSG commandos and snipers posted

কুম্ভমেলায় জঙ্গিহানার শঙ্কা। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪
Share: Save:

কানাডাবাসী খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিংহ পন্নুন হামলা চালানোর হুমকি দিয়েছেন আগেই। গোয়েন্দা রিপোর্ট বলছে, কয়েকটি ইসলামি জঙ্গি সংগঠনেরও নিশানায় রয়েছে প্রয়াগরাজের পূর্ণকুম্ভ। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি না নিয়ে মহাকুম্ভের নিরাপত্তায় এনএসজি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন মোতায়েনের সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কুম্ভমেলার ইতিহাসে এই প্রথম বার।

সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, এ বার কুম্ভমেলায় মোট ২৬টি নাশকতা দমন টিম মোতায়েন করা হচ্ছে। উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী এবং কেন্দ্রীয় আধাসেনার স্পেশাল ফোর্সের পাশাপাশি এই তালিকায় থাকছে উত্তরাখণ্ড পুলিশের দু’টি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট। থাকবে ড্রোন নজরদারি ব্যবস্থা এবং ‘বুলেটপ্রুফ আউটপোস্ট’। বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে শাহি স্নানের স্থান, মন্দির এবং গাড়ির ‘পার্কিং লট’গুলিতে।

সাধুর ছদ্মবেশে জঙ্গিরা যাতে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে সমস্ত আখড়া-সন্ন্যাসীদের আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত, এ বার প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি মকরসংক্রান্তিতে। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রিতে। চলবে সাত সপ্তাহ ধরে। উল্লেখ্য, কুম্ভে বিশেষ পুণ্যতিথির স্নানকে ‘শাহি’ স্নান বলে। এ বারের ৪৪ দিনের মহাকুম্ভে অন্তত ছ’টি শাহি স্নানের দিন থাকবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যার শাহি স্নান।

ওই দিনগুলিকে জঙ্গিরা হামলা চালানোর জন্য বেছে নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। প্রয়াগরাজের মেলাস্থলের আয়তন ৩২ বর্গ কিলোমিটারেরও বেশি। রয়েছে সঙ্গমের বিস্তীর্ণ জলরাশিও। সেখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে জলপুলিশের বিশেষ বাহিনীকে।প্রতি ছ’বছর অন্তর কুম্ভমেলা আয়োজিত হয়। ২০১৯ সালে ছিল অর্ধকুম্ভ মেলা। তার আগে ২০১৩ সালে ছিল পূর্ণকুম্ভ মেলা। ১২ বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণকুম্ভ মেলা আয়োজন হতে চলেছে।

অন্য বিষয়গুলি:

Kumbh Mela 2025 Kumbh Mela Kumbh Security Arrangement Prayag Prayagraj Prayag Kumbh Mela 2025
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy