সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।
কোনও সাবালক নারী ও পুরুষের বিয়ের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না খাপ পঞ্চায়েত। ওই বিয়ে বন্ধ করার কোনও অধিকারও নেই তাদের। খাপ পঞ্চায়েতের এ জাতীয় নির্দেশ পুরোপুরি বেআইনি। মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
পাশাপাশি শীর্ষ আদালত মন্তব্য করেছে, দু’জন সাবালক নারী ও পুরুষ যখন বিয়ে করেন, তখন সেই বিয়ে বৈধ কি না, তা একমাত্র খতিয়ে দেখতে পারে দেশের সাংবিধানিক আইন। একটি মামলার শুনানিতে এই মন্তব্য করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ।
ভিন্ন জাত ও ভিন্ন ধর্মের বিয়ে ভাঙতে দেশে ‘অনার কিলিং’ (‘সম্মান’রক্ষার্থে খুন)-এর ঘটনা বেড়েই চলেছে। যার বেশির ভাগের সঙ্গেই জড়িত খাপ পঞ্চায়েতগুলি।
আরও পড়ুন: নিকাহ্ হালালা: নোটিস কেন্দ্রকে
সেই ‘অনার কিলিং’ নিষিদ্ধ করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একটি পিটিশন করে অলাভজনক সংস্থা ‘শক্তি বাহিনী’। এ দিনের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, দুই সাবালক নারী ও পুরুষের বিয়ে বৈধ কি না, তা নিয়ে অন্য কোনও ব্যক্তি, সংগঠন, গোষ্ঠী বা সমাজ নাক গলাতে পারে না। আইনত তাদের সেই অধিকার নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy