অনন্তকুমার হেগড়ে।— ফাইল চিত্র।
সুপার কম্পিউটার বানাতে হলে দক্ষ হতে হবে সংস্কৃতে। এই মত কেন্দ্রের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রী অনন্তকুমার হেগড়ের।
বুধবার ক্যালকাটা চেম্বারের এক আলোচনাসভায় মুখ্য অতিথি ও বক্তা ছিলেন ইতিমধ্যেই বার কয়েক বিতর্কিত মন্তব্যে শোরগোল ফেলে দেওয়া হেগড়ে। যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধিতে নিজের মন্ত্রকের একগুচ্ছ পরিকল্পনার কথা বলার পাশাপাশি এ দিন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর মতো আধুনিক প্রযুক্তির পক্ষেও সওয়াল করেন তিনি। একই সঙ্গে সংস্কৃত থেকে শুরু করে আয়ুর্বেদ-সহ দেশের ‘প্রাচীন’ ইতিহাস তুলে ধরার কথাও বলেন।
হেগড়ের দাবি, চাকরির লক্ষ্যে সকলে ইংরেজি শেখেন। কিন্তু তাঁর মতে, ‘‘শুধু ইংরেজি জানলেই হবে না, গণিতজ্ঞ ও বিজ্ঞানীরাই বলছেন সংস্কৃতও জানতে হবে। কম্পিউটারের ‘কোড ল্যাঙ্গুয়েজ’ ও ‘অ্যালগরিদম’-এর ক্ষেত্রে সংস্কৃত জরুরি। সুপার কম্পিউটার তৈরি করতে হলেও তা পড়তেই হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়েও সংস্কৃত পড়ানো হচ্ছে।’’
তিনি আরও জানান, গালিলিয়োর অনেক আগেই ভারতে মনে করা হত পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে। এবং ভারতই শূন্যর কথা প্রথম বলে। মন্ত্রীর দাবি, অ্যালোপ্যাথিক ওষুধের চেয়ে আয়ুর্বেদ ভাল।তাই আমেরিকাও তাতে ছাড়পত্র দিয়েছে। তিনি জানাচ্ছেন, ক্যানসারে যত জনের মৃত্যু হয়, তার চেয়ে বেশি মৃত্যু হয় কেমোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা করাতে গিয়ে। যদিও এই দাবির ব্যাখ্যা তিনি দেননি। হেগড়ে এ দিন সময়ের সঙ্গে বদলের কথা বলেছেন। আবার জানিয়েছেন, ১০০০ বছর আগেকার ইতিহাসে ফিরে যাওয়ার কথাও। কারণ তখনই ‘সোনা’র ভারত ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy