Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রাজ্যসভায় এলেন শিবাজির বংশধর

রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে এ বার ছত্রপতি শিবাজির বংশধর শম্ভাজি রাজে ছত্রপতিকে রাজ্যসভায় নিয়ে আসা হল। মহারাষ্ট্রে বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত শম্ভাজি কোলহাপুরের মহারাজা রাজর্ষি শাহু ছত্রপতিরও বংশধর।

শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৮:৩৯
Share: Save:

রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে এ বার ছত্রপতি শিবাজির বংশধর শম্ভাজি রাজে ছত্রপতিকে রাজ্যসভায় নিয়ে আসা হল। মহারাষ্ট্রে বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত শম্ভাজি কোলহাপুরের মহারাজা রাজর্ষি শাহু ছত্রপতিরও বংশধর। তিন বছর আগে এই শম্ভাজি মহারাষ্ট্রে মরাঠিদের জন্য সংরক্ষণের দাবিতে আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছিলেন। রাজনীতিকরা মনে করছেন, মরাঠিদের থেকে এত দিন বিজেপিকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করত কংগ্রেস ও এনসিপি। শম্ভাজিকে রাজ্যসভায় মনোনীত করে এ বার বিজেপি মরাঠি মন জয়ের চেষ্টা শুরু করল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE