কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেওয়া হোক, এই মর্মে বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্টে সওয়াল করলেন সলমনের কৌঁসুলি মহেশ বরা। এ দিন হাইকোর্টে বিচারপতি নির্মলজিৎ কৌরের এজলাসে তিনি বলেন, ওই মামলার প্রধান সাক্ষী সলমনের গাড়ির চালক হরিশ দুলানি সে সময় সলমনের সঙ্গে ছিলেন না। দুলানি তাঁর বয়ানে জানিয়েছিলেন, তিনি ১ অক্টোবর রাতে সলমনকে গাড়ি করে হোটেলে পৌঁছে দিয়েছিলেন মাত্র। তবে কী ভাবে তাঁর বয়ানের ভিত্তিতে সলমনকে সাজা দেওয়া হতে পারে? ১৯৯৮ সালে মাটানিয়ার জঙ্গলে কৃষ্ণসার হরিণ মারার অভিযোগে অভিনেতা সলমন খানকে পাঁচ বছরের সাজা শোনায় আদালত। এর পরই হাইকোর্টের দ্বারস্থ হন সলমনের কৌঁসুলি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy