মল্লিকার্জুন খড়্গে (বাঁ দিকে) এবং রাহুল গান্ধী। — ফাইল চিত্র।
কংগ্রেসের তরফে সোমবার জানানো হয়েছিল দলেন সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে তেলঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। কিন্তু মঙ্গলবার দুপুরে দাক্ষিণাত্যের ওই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম কার্যত ঘোষণা করে দিলেন রাহুল গান্ধী।
দিল্লিতে খড়্গে এবং এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের সঙ্গে বৈঠকের পর রাহুল জানান, তেলঙ্গানা প্রদেশ কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডিই সে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। তিনি বলেন, ‘‘দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’’ প্রসঙ্গত, সোমবার হায়দরাবাদের একটি হোটেলে নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচনের দায়িত্ব কংগ্রেস সভাপতি খড়্গেকে দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল।
তেলঙ্গানার কংগ্রেস বিধায়কদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ওই বৈঠকে হাজির ছিলেন। তিনি পরিষদীয় দলের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সভাপতি খড়্গে নন, পরিষদীয় দলের বৈঠকের আগেই তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর নাম কার্যত ঘোষণা করে দিলেন রাহুল।
১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভায় এ বার ৬৪টিতে জিতেছে কংগ্রেস। সহযোগী সিপিআইয়ের ঝুলিতে গিয়েছে একটি। বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ৩৯টি কেন্দ্রে জিতেছে। বিজেপি ৮টি এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) সাতটি আসনে জিতেছে।
মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত এগিয়ে রয়েছে বলে গোড়া থেকেই কংগ্রেসের অন্দরে জল্পনা ছিল। নবনির্বাচিত বিধায়কদের মধ্যেও তাঁরই পাল্লা ভারী ছিল। এ বারের বিধানসভা ভোটে কোডনগল আসনে জিতেছেন মালকাজগিরির সাংসদ রেবন্ত। তবে কামারেড্ডি কেন্দ্রে তৃতীয় স্থান পেয়েছেন তিনি। সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় বিদায়ী মুখ্যমন্ত্রী কেসিআর।
রেবন্ত ছাড়াও মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি এবং বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তথা প্রভাবশালী দলিত নেতা ভাট্টি বিক্রমাঙ্ক মাল্লুর নাম নিয়ে জল্পনা রয়েছে। নলগোন্ডার সাংসদ উত্তম এ বারের বিধানসভা ভোটে তাঁর পুরনো আসন হুজুরনগর থেকে জিতেছেন। বিক্রমাঙ্ক জিতেছেন মাধিরা কেন্দ্রে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে জল্পনায় রয়েছে প্রাক্তন বিজেপি নেতা তথা মুন্নুগোড়ে কেন্দ্রের সদ্য নির্বাচিত বিধায়ক কে রাজাগোপাল রেড্ডির নামও। জল্পনা রয়েছে, এঁদের মধ্যে কাউকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy