Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

চটি-পেটা নিয়ে লোকসভায় নিজের বক্তব্য জানাবেন রবীন্দ্র গায়কোয়াড়

লোকসভায় দাঁড়িয়েই চটি-পেটাকাণ্ড খোলসা করবেন শিবাসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার অথবা শুক্রবার ‘সাফাই’ দিতে পারেন সেনা সাংসদ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১৬:৫৪
Share: Save:

লোকসভায় দাঁড়িয়েই চটি-পেটাকাণ্ড খোলসা করবেন শিবাসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার অথবা শুক্রবার ‘সাফাই’ দিতে পারেন সেনা সাংসদ।

গত মাসে এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে ২৫ বার চটি-পেটা করে শিরোনামে উঠে এসেছিলেন ওসমানাবাদের ওই সাংসদ। সাংসদের অভিযোগ ছিল, বিজনেস ক্লাসের টিকিট কাটা সত্ত্বেও তাঁকে ইকনমি ক্লাসে বসতে বাধ্য করা হয়েছে। এ নিয়ে ঘণ্টাখানেক বিমানেই বসে থাকেন তিনি। বিমান ছেড়ে যেতে রাজি হননি।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল, পুণে থেকে দিল্লি যাওয়ার ওই উড়ানে শুধু ইকনমি ক্লাসই ছিল। বিমান সংস্থার এক ম্যানেজার বিষয়টি তাঁকে বোঝানোর চেষ্টা করেও সফল হননি। উল্টে সাংসদের চটির ‘ঘা’ খেতে হয় তাঁকে।

আরও পড়ুন

নেপচুন না কি প্লুটো যাচ্ছিলেন ইনি? ‘ওলা’ বিল পাঠাল ১৪৯ কোটি!

ঘটনার পর সাংসদের দিল্লি থেকে পুণের ফিরতি টিকিট বাতিল করে দেন এয়ার ইন্ডিয়া। পাশাপাশি, যাত্রী তালিকা থেকে সাংসদের নাম কেটে দেয় এয়ার ইন্ডিয়া। একই ভাবে ইন্ডিগো, স্পাইস জেট-সহ বিভিন্ন বিমান সংস্থাও তাদের যাত্রী তালিকা থেকে গায়কোয়াড়কে বাদ দিয়ে দেয়। গায়কোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয় এয়ার ইন্ডিয়া। যদিও গায়কোয়াড়ের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আপত্তিকর মন্তব্য করাতেই ওই কর্মীকে চটি-পেটা করেন তিনি।

প্রাথমিক ভাবে এ নিয়ে উচ্চবাচ্য না করলেও শেষমেশ মুখ খোলে শিবসেনা। সেনার দাবি, চটি-পেটাকাণ্ডে শুধুমাত্র এক পক্ষের বক্তব্যই জানা গিয়েছে। বিমান সংস্থাগুলির যাত্রী তালিকা থেকে গায়কোয়াড়ের বাদ পড়া নিয়ে বুধবার তীব্র আপত্তি জানায় তারা। গায়কোয়াড়ের বিরুদ্ধে ঝুলতে থাকা দু’টি মামলা প্রসঙ্গে সেনা বক্তব্য, গোটা বিষয়টি আদালতের আওতাধীন হওয়ায় এ বিষয়ে রায় দিতে পারে আদালতই, এয়ার ইন্ডিয়া নয়।

অন্য বিষয়গুলি:

Ravindra Gaikwad Air India Row Lok Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE