Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

পর পর ধর্ষণ দিল্লিতে, প্রশ্নে মহিলা সুরক্ষা

দু’দিন পর আর এক বার ফিরে আসবে সেই দিনটা। উস্কে দেবে ২০১২ সালের ১৬ ডিসেম্বরের ভয়াবহ স্মৃতি। ওই রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন নির্ভয়া। তার পর থেকে বার বার মহিলা ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজধানী।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ০২:৪৬
Share: Save:

দু’দিন পর আর এক বার ফিরে আসবে সেই দিনটা। উস্কে দেবে ২০১২ সালের ১৬ ডিসেম্বরের ভয়াবহ স্মৃতি। ওই রাতে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন নির্ভয়া। তার পর থেকে বার বার মহিলা ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজধানী।

কড়া পুলিশি নিরাপত্তা, এক গুচ্ছ আইন ও শাস্তি সত্ত্বেও গত এক সপ্তাহে দিল্লিতে প্রকাশ্যে এসেছে সাতটি ধর্ষণের ঘটনা। যার মধ্যে তিনটি ক্ষেত্রে অভিযুক্ত খোদ অভিযোগকারিণীর পরিবারেরই সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শনিবারই ঘটেছে চারটি ঘটনা।
• দক্ষিণ দিল্লির সানলাইট কলোনিতে আট বছরের শিশুকে ধর্ষণ করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক প্রৌঢ়।
• তিগরি এলাকায় মাঠ থেকে প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে গণধর্ষণ করে ধৃত তিন।
• উত্তর দিল্লিতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধৃত বাবা। তদন্তে জানা যায়, কয়েক মাস ধরেই যৌন হেনস্থার শিকার হচ্ছিল শিশুটি।
• দিল্লির পাহাড়গঞ্জের হোটেল ঘরে মেয়েকে ধর্ষণ করার অভিযোগে ধৃত বাবা।
• শুক্রবার তিগরি এলাকায় শিশুকে ধর্ষণ করে এক নাবালক।

• বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের ছাত্রীকে গণধর্ষণ করে ছয় যুবক। পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
• একা পেয়ে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মামা।

দিল্লিতে পর পর ধর্ষণের এই ঘটনাগুলি বাদেও উত্তরপ্রদেশের মেরঠে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫০ বছরের বাবাকে। অন্য দিকে, গাড়িতে তুলে ৩১ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে। তারা সকলেই পলাতক। এ ছাড়াও খতিয়ে দেখলে এমন বহু ঘটনা পাওয়া যাবে, নানা চাপে যা প্রকাশ্যে আসেনি। সরকারি সূত্রের পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে শুধু দিল্লিতেই প্রায় দেড় হাজার ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পরের বছর তা বেড়ে হয় ১৮০০। সরকারি কর্তাদের অনুমান, এ বছরে পরিসংখ্যান আরও বাড়বে। এত আইকানুন সত্ত্বেও মহিলা নিরাপত্তা যে রাজধানীতেই মস্ত বড় প্রশ্ন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দিল্লি।

বিতর্কে এইমস

ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় সাত বছরের এক শিশুকে চার ঘণ্টা বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ উঠল এইমসের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দিল্লির তিগরি এলাকায় ওই শিশুকে ধর্ষণ করা হয়। শিশু কল্যাণ দফতরের প্রধান স্বাতী মালিওয়াল এই অভিযোগ এনে বলেন, ‘‘বিনা চিকিৎসায় একটি শিশুকে যন্ত্রণায় কাতরাতে হবে, এ আমরা কিছুতেই মেনে নেব না।’’ ঘটনাটির তীব্র নিন্দা করেছে আপও। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও রকম বিবৃতি দেয়নি এইমস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE