রামমন্দির নির্মাণের দাবিতে মিছিল। —ফাইল চিত্র।
মন্দির গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। ওই মন্দির-ই তাড়িয়ে ছাড়বে বিজেপি-কে। দাবি শিবসেনার। দলের মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে ফের রাম মন্দির ইস্যু তুলে ধরা হয়েছে। তাতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে তারা। তাদের অভিযোগ, মন্দিরের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। মন্দির নির্মাণও তাদের একটি ‘জুমলা (ভুয়ো প্রতিশ্রুতি)।’
ওই প্রতিবেদনে বলা হয়, ‘‘সম্প্রতি তিন রাজ্যে হেরেছে বিজেপি। কিন্তু তাতেও ঘুম ভাঙেনি ওদের। সঙ্ঘ প্রধান মোহন ভগবত সতর্ক করলে কী হবে, অহঙ্কারে মাটিতে পা পড়ছে না সরকারের। যে মন্দির গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজ তা নিয়ে কোনও হেলদোল নেই। সেটিও সরকারের একটি ভুয়ো প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। যা ওদের ক্ষমতা থেকে তাড়িয়ে ছাড়বে।’’
যে ‘অচ্ছে দিন’-এর স্লোগান দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। তা নিয়েও খোঁচা দিয়েছে শিবসেনা। তাদের প্রশ্ন, ‘ভগবান রামের জন্য অচ্ছে দিন আর কবে আসবে? গত ২৫ বছর ধরে তাঁবুর নীচে দিন কাটছে তাঁর। এ দিকে গদিতে বসে গা গরম করছেন ক্ষমতাশালীরা।’
আরও পড়ুন: রথযাত্রার অনুমতি দিয়ে দিল হাইকোর্ট, তবে বিজেপিকে বেশ কিছু শর্ত
আরও পড়ুন: কাল থেকে পাঁচ দিন বন্ধ ব্যাঙ্ক, মাঝে খোলা শুধু ২৪ তারিখ, ভোগান্তির আশঙ্কা
দিন কয়েক আগেই একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে রাম মন্দির গড়া নিয়ে মুখ খুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জানিয়েছিলেন, মন্দির গড়তে প্রস্তুত তাঁদের সরকার। শুধুমাত্র সুপ্রিম কোর্ট রায় দিলেই হল। কিন্তু তাতে সন্তুষ্ট নয় শিবসেনা। বরং তাচ্ছিল্য করে বলেছে, ‘‘রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স না হয় আনা যায়নি, মানলাম। কিন্তু বাবরি মসজিদ ধ্বংস নিয়ে যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, সেগুলো কবে তোলার ব্যবস্থা হবে? রাষ্ট্রপতি নির্বাচন তো বহুদিন আগে মিটে গিয়েছে। ওই পদে বসার কোনও সুযোগই আর নেই লালকৃষ্ণ আডবাণীর। তাও কেন মামলাগুলোর তুলে নেওয়া হচ্ছে না?’’
মহারাষ্ট্র এবং কেন্দ্রে বিজেপির শরিক দল শিবসেনা। বরাবর রাম মন্দির নির্মাণের দাবি তুলে আসছে তারা। তবে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, বিষয়টি নিয়ে নতুন করে মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করতে সচেষ্ট হয়েছে। সেই প্রসঙ্গে লালকৃষ্ণ আ়ডবানিকেও টেনে এনেছে। যাঁর সঙ্গে কিনা বনিবনা নেই মোদী শিবিরের। ২০১৪ সালে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করায় আপত্তি ছিল আডবানি এবং তাঁর সমর্থকদের। ২০১৭ সালে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বেশ এগিয়েই ছিলেন আডবাণী। কিন্তু বাবরি ধ্বংস মামলায় সুপ্রিম কোর্ট অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জ গঠন করলে দৌড় থেকে ছিটকে যান তিনি। তা নিয়েও একাধিকবার মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে শিবসেনা। তাদের অভিযোগ, আসলে আডবাণীকে রাষ্ট্রপতি করতেই চায়নি মোদী সরকার। তাই নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে নতুন করে বাবরি মামলার শুনানি চালু করায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy