ঝাড়খণ্ডে রাজ্যসভা উপনির্বাচনে দলের জাতীয় মুখপাত্র এম জে আকবরকে প্রার্থী করল বিজেপি। আজ দলের তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিজেপি সভাপতি অমিত শাহ এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২ জুলাই ওই আসনে ভোটগ্রহণ করা হবে।
আর্থিক নয়ছয়ের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বছরের শুরুর দিকে রাজ্যসভার আসন থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কে ডি সিংহ। দলের সর্বভারতীয় সভাপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ড বিজেপির নেতারা। দলীয় নেতা দীপক প্রকাশ বলেন, ‘‘এম জে আকবর সাংবাদিকতার জগতে পথিকৃৎ। সংসদে ঝাড়খণ্ডের মানুষের হয়ে কথা বলার জন্য জ্ঞানী এক ব্যক্তিত্বকে পাওয়া গেল।’’ প্রদেশ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, কাল মনোনয়নপত্র পেশ করবেন আকবর।।
রাজ্যসভার ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি ও বিজেপি মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হুসেন। অর্জুন অবশ্য বলেছেন, ‘‘দল যা ভাল মনে করেছে তাই করেছে। এম জে আকবর জ্ঞানী মানুষ। উনি ঝাড়খণ্ডের জন্য ভালই কাজ করবেন।’’
ভিন্ রাজ্যের বাসিন্দাকে কেন ঝাড়খণ্ড থেকে রাজ্যসভা প্রার্থী করা হচ্ছে? সেই প্রশ্ন তুলেছে বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস। জেএমএম মহাসচিব সুপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যসভা উপনির্বাচনে আমরাও প্রার্থী দেব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy