এভাবেই লাইনে শুয়ে পড়েছিলেন। উপর দিয়ে যাচ্ছে ট্রেন। টুইটারে পোস্ট হওয়া ভিডিয়ো থেকে নেওয়া ছবি
আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছিলেন ট্রেন লাইনে। উপর দিয়ে চলে গেল থ্রু ট্রেন। তবু বিন্দুমাত্র চোটও লাগল না। এমনই অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে রাজস্থানের ঢোলপুর রেল স্টেশনে। হতবাক যাত্রী ও রেলকর্মীরাও। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল।
রাজস্থানের ব্যস্ত স্টেশনগুলির মধ্যে অন্যতম ঢোলপুর। শুক্রবার সকালে যাত্রীদের ভিড়, ট্রেন যাতায়াত, সবই চলছিল অন্য দিনের মতো আপন গতিতেই। তার মধ্যে হঠাৎই ছন্দপতন। দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন আসতে দেখেই প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিলেন মাঝবয়সী এক যুবক।
৪০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, নীল জিন্স ও অফ হোয়াইট শার্ট পরা ওই যুবক লাইনের উপর লম্বালম্বি শুয়ে রয়েছেন। উপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই যুবকের উপর দিয়ে ট্রেনটি যায়।
#trainaccident A man attempted suicide by laydown on railtrack but he Saved Incident Happend at Dholpur Railway Station , Rajasthan. pic.twitter.com/NWKIlwj54Z
— keshaboina sridhar (@keshaboinasri) October 19, 2018
আরও পড়ুন: মৃত্যু-আর্তনাদের মধ্যেও সেই রাতে লুঠ হয়েছিল হতাহতদের মোবাইল, টাকা, সোনাদানা!
আরও পড়ুন: ‘৫০০ ট্রেন গেলেও লাইন থেকে সরানো যাবে না আমাদের’
তার পরই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন ছুটে গেলেন লাইনে। যোগ দিলেন রেলকর্মীরাও। সবাই মিলে ধরে তাঁকে তুলে আনা হল প্ল্যাটফর্মে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। কেনই বা আত্মহত্যা করতে গিয়েছিলেন, সে বিষয়েও কিছু জানাতে পারেনি রেল পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy