Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Rajasthan Assembly Election 2023

রাজ্যপাল-বসুন্ধরা বৈঠক ঘিরে রাজস্থানে জল্পনা, গোয়া-মণিপুরের ‘অঙ্কে’ সরকার গড়ার ছক তৈরি?

২০১৭ সালের বিধানসভা ভোটে গোয়া এবং মণিপুরে একক বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। কিন্তু নজিরবিহীন ভাবে দুই রাজ্যের রাজ্যপাল সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছিলেন দ্বিতীয় স্থানে থাকা বিজেপিকে!

কলরাজ মিশ্র এবং বসুন্ধরা রাজে।

কলরাজ মিশ্র এবং বসুন্ধরা রাজে। ছবি: টুইটার থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
জয়পুর শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ ০৯:২৮
Share: Save:

ভোটগণনার আগে জল্পনা উস্কে রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। শুক্রবার রাতের এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে, তবে কি ২০১৭ সালে গোয়া এবং মণিপুরের ‘ছক’ মেনেই জয়পুরের কুর্সি দখলের ছক কষছে বিজেপি? যদিও বসুন্ধরা বা বিজেপির তরফে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানানো হয়নি।

রাজস্থান-সহ পাঁচ রাজ্যের এই বিধানসভা নির্বাচন ২০২৪-এর লোকসভা ভোটের আগে সবচেয়ে বড় ‘যুদ্ধ’। ‘দিল্লি দখলের সেমিফাইনাল’ হিসেবেই এই লড়াইকে ব্যাখ্যা করছে রাজনৈতিক শিবির। বৃহস্পতিবার সেই সেমিফাইনালের বুথফেরত সমীক্ষাগুলিতে ইঙ্গিত মিলেছে, পড়শি রাজ্য মধ্যপ্রদেশের মতোই কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজস্থানেও। সে ক্ষেত্রে ‘নির্ণায়ক’ হতে পারে নির্দল এবং ছোট দলগুলি।

২০০ আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১০১। সেখানে এ বার ভোট হয়েছিল ১৯৯টি আসনে (কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত রয়েছে)। একাধিক বুথফেরত সমীক্ষার ইঙ্গিত ২০১৮-র মতোই এ বার সেখানে ‘নির্ণায়ক’ হতে পারেন নির্দল এবং ছোট দলগুলির বিধায়কেরা। আশির দশক থেকে ধারাবাহিক ভাবে পাঁচ বছর অন্তর সরকার বদলের প্রথা মেনে চলা রাজস্থানে সত্যিই যদি দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী অশোক গহলৌত কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে পারেন, তা হলে লোকসভা ভোটের আগে তা বিজেপির কাছে বড় ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এর আগে পাঁচ বছর ক্ষমতায় থাকার পরে ২০১৩-র বিধানসভা ভোটে কংগ্রেসকে মাত্র ২১টি আসনে জেতাতে পেরেছিলেন গহলৌত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

২০১৮ সালের বিধানসভা ভোটে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১০০টিতে জিতেছিল কংগ্রেস। সহযোগী আরএলডি একটিতে। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৭৩টি আসন। বিএসপি ৬, আরএলপি ৩, বিটিপি ২, সিপিএম ২ এবং নির্দল প্রার্থীরা ১৩টি কেন্দ্রে জয়ী হয়েছিলেন। ভোটের পরে নির্দল এবং বিএসপি বিধায়কদের সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন গহলৌত। এ বার অনেকগুলি বুথফেরত সমীক্ষাই পূর্বাভাস দিয়েছে, গত বারের মতো ত্রিশঙ্কু হতে পারে রাজস্থান। আর সেখানেই আলোচনায় চলে আসছে মণিপুর-গোয়ার প্রসঙ্গ।

২০১৭ সালের বিধানসভা ভোটে ওই দুই রাজ্যে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু একক বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। যদিও নজিরবিহীন ভাবে সংশ্লিষ্ট দুই রাজ্যের রাজ্যপাল সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছিলেন দ্বিতীয় স্থানে থাকা বিজেপিকে। পরে বিধায়ক ভাঙিয়ে গরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। সে সময় রাজ্যপালদের রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর অভিযোগ উঠেছিল নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। ঘটনাচক্রে, রাজস্থানের রাজ্যপাল কলরাজ উত্তরপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি। আর তাই শঙ্কা রয়েছে বিরোধীদের।

অন্য বিষয়গুলি:

Vasundhara Raje Vasundhara Raje Scindia BJP Rajasthan Assembly Election 2023 Rajasthan Kalraj Mishra Governor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy