নিথর: গুলিবিদ্ধ ‘অবনী’। মহারাষ্ট্র বন দফতরের দেওয়া ছবি।
‘মানুষখেকো’ বাঘিনি অবনীর মৃত্যুকে ঘিরে বিজেপির মধ্যেই তুলকালাম। সেটিকে উস্কে দিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও।
অবনীর মৃত্যুকে ‘নৃশংস খুন’ বলে গত কালই মহারাষ্ট্রের বনমন্ত্রী তথা দলের সতীর্থ সুধীর মুনগন্টীওয়ারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মোদী সরকারের মন্ত্রী মেনকা গাঁধী। জবাবে সুধীর বলেছেন, ‘‘বাঘিনিটিকে ঘুম পাড়ানোর চেষ্টা ব্যর্থ হতেই গুলি করা হয়। মেনকা গাঁধী যদি মনে করেন, এমন পরিস্থিতিতেও ‘মানুষখেকো’ বাঘকে মারা যাবে না, সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হোক।’’ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস আজ দু’দিক সামলিয়ে বলেন, ‘‘মেনকার কথাগুলো রূঢ় ছিল। কিন্তু ওঁর আবেগের জায়গাটা বোঝা উচিত। খুব কঠিন সিদ্ধান্ত ছিল। বিষয়টা ঠিক ছিল না ভুল, খতিয়ে দেখা হচ্ছে।’’
মেনকার পাশে দাঁড়িয়ে রাহুল আজ মোহনদাস কর্মচন্দ্র গাঁধীর উদ্ধৃতি টুইট করেছেন— ‘‘কোনও দেশ কতটা মহান, তা বিচার করা যায়, পশুদের সঙ্গে কেমন ব্যবহার করা হচ্ছে, তা দেখে।’’ জবাবে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘‘রাহুলের সার্টিফিকেটের দরকার নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy