Advertisement
০২ নভেম্বর ২০২৪
Rahul Gandhi

নিশানায় বেকারত্ব রিপোর্ট! মোদীকে হিটলারের সঙ্গে তুলনা রাহুলের, জবাবে ‘মুসোলিনি’ কটাক্ষ বিজেপির

তথ্য চেপে রাখা এবং বিকৃত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি তুলনা করলেন ফুয়েরার (হিটলার)-এর সঙ্গে। ফাঁস হওয়া রিপোর্টে কিছুটা বেকায়দায় পড়লেও পাল্টা জবাব দিতে দেরি করল না বিজেপিও। হিটলার কটাক্ষের জবাবে রাহুলকে তারা তুলনা করল মুসোলিনির সঙ্গে ।

বেকারত্ব রিপোর্ট নিয়ে মোদীকে নিশানা রাহুলের। ফাইল চিত্র।

বেকারত্ব রিপোর্ট নিয়ে মোদীকে নিশানা রাহুলের। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১৭:১৯
Share: Save:

লোকসভা নির্বাচনের ঠিক আগে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের ফাঁস হওয়া কর্মসংস্থান রিপোর্ট নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। আর শুরুতেই ২০১৪ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর দেওয়া ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতিকেই নিশানা করল বিরোধীরা। তাদের তরফে শুরুতেই আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তথ্য চেপে রাখা এবং বিকৃত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি তুলনা করলেন ফুয়েরার (হিটলার)-এর সঙ্গে। ফাঁস হওয়া রিপোর্টে কিছুটা বেকায়দায় পড়লেও পাল্টা জবাব দিতে দেরি করল না বিজেপিও। হিটলার কটাক্ষের জবাবে রাহুলকে তারা তুলনা করল মুসোলিনির সঙ্গে ।

গত বেশ কিছু দিন ধরেই বিতর্কের কেন্দ্রে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের কর্মসংস্থান সংক্রান্ত এই রিপোর্ট। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের (এনএসসি) তরফে সবুজ সঙ্কেত দেওয়া সত্ত্বেও দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্ট প্রকাশ না করায় বুধবারই পদত্যাগ করেছেন দুই এনএসসি সদস্য। ফাঁস হওয়া সেই রিপোর্টে দেখা যাচ্ছে, গত ছয় বছরে দেশে বেকারত্বের হার ২.২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬.১ শতাংশ, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। নির্বাচনের ঠিক আগে এই ইস্যু সামনে আসায় দৃশ্যতই চাঙ্গা বিরোধীরা।

সত্য চেপে রাখতে জুড়ি ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান সর্বাধিনায়ক হিটলারের। শুধু সত্য চেপে রাখাই নয়, বিভিন্ন তথ্য বিকৃত ভাবে সত্যের আকারে পরিবেশন করাতেওতাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। সারা দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সর্বোচ্চ, এই রিপোর্ট ফাঁস হওয়ার পর সেই হিটলারের সঙ্গেই নরেন্দ্র মোদীকে তুলনা করলেন রাহুল গাঁধী। টুইটে তাঁর মন্তব্য, ‘নমো জবস! ফুয়েরার আমাদের বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাঁচ বছর পর কর্মসংস্থান নিয়ে এই ফাঁস হওয়া রিপোর্ট সামনে আনল একটি জাতীয় বিপর্যয়ের ঘটনা। ৪৫ বছরে সর্বোচ্চ বেকারত্ব। ২০১৭-১৮ সালে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে সাড়ে ছ’কোটিই কর্মহীন। এখন সময় হয়েছে নমোর সরে যাওয়ার।’

আরও পড়ুন: ৪৫ বছরে সর্বোচ্চ, মোদী জমানায় রেকর্ড বেকারত্বের মধ্যে ভারত, বলল সেই ‘গোপন’ রিপোর্ট

রাফাল কাণ্ডের পর নির্বাচনের আগে ফের নতুন ইস্যু হাতে এল কংগ্রেসের সামনে। যদিও রাহুলকে পাল্টা জবাব দিতে ছা়ড়েনি বিজেপিও। ফাঁস হওয়া এই রিপোর্টটিকে ভুয়ো এবং মিথ্যা বলে দাবি করেছে বিজেপি। পাশাপাশি, রাহুলকে তাঁরা তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেক কলঙ্কিত নায়ক ইতালির শাসক মুসোলিনির সঙ্গে। টুইট করে তাঁদের মন্তব্য, ‘ উনি যে মুসোলিনির অদূরদর্শিতা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তা এখন স্পষ্ট হল। গত ১৫ মাসে যে বিপুল কর্মসংস্থান হয়েছে, তা বোঝা যায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের তথ্য থেকেই। যার কোনও কাজ নেই এবং প্রকৃত অর্থেই কর্মহীন, তিনিই এই ধরনের ভুয়ো খবর নিয়ে মাতামাতি করতে পারেন।’

আরও পড়ুন: কর্মসংস্থানের তথ্য প্রকাশ করতে দিল না কেন্দ্র, তোপ দেগে ইস্তফা এনএসসি কর্তার

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE