Advertisement
০২ নভেম্বর ২০২৪

আন্দোলনে অসুস্থ হয়ে বুকে ব্যাথা শুরু, রোহিতের মাকে ভর্তি করা হল হাসপাতালে

বুকে ব্যাথা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলাকে। রবিবার রাতে তাঁকে হায়দরাবাদেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া রোহিত ভেমুলার মৃত্যুর পর থেকে দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান শুরু করেছিলেন তিনি।

তখনও অবস্থানে রাধিকা ভেমুলা। ছবি: এএফপি।

তখনও অবস্থানে রাধিকা ভেমুলা। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৬ ০১:২৫
Share: Save:

বুকে ব্যাথা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলাকে। রবিবার রাতে তাঁকে হায়দরাবাদেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া রোহিত ভেমুলার মৃত্যুর পর থেকে দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান শুরু করেছিলেন তিনি।

মারামারি করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাসপেন্ড করায় রোহিত ভেমুলা আত্মহত্যা করেন। সুইসাইড নোটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রোহিত। তার পর থেকেই উত্তাল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি মলহোত্র ইরানি এবং বন্দারু দত্তাত্রেয়র বিরুদ্ধে প্রভাব খাটিয়ে রোহিতকে সাসপেন্ড করানোর অভিযোগ ওঠে। তাঁদের পদত্যাগ এবং উপাচার্যের অপসারণ চেয়ে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া আন্দোলন গত কয়েকদিনে গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোহিতের পরিবারকে ৮ লক্ষ টাকা অর্থসাহায্য দিতে চাইলেও রাধিকা ভেমুলা তা প্রত্যাখ্যান করেন। নিরপেক্ষ তদন্ত এবং রোহিতের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান চালাতে থাকেন তিনি। রবিবার বুকে ব্যাথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ দিকে, পি আপ্পা রাও উপাচার্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। রোহিতের মৃত্যুর পর এবিভিপি বাদে বাকি সব ছাত্র সংগঠন পি আপ্পা রাও-এর অপসারণের দাবিতে সরব হয়। তিনি পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে বিপিন শ্রীবাস্তবকে। রোহিত ভেমুলাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল যে প্যানেল, তার প্রধান ছিলেন অধ্যাপক বিপিন শ্রীবাস্তব। পি আপ্পা রাও-এর বদলে বিপিন শ্রীবাস্তব উপাচার্য পদে বসায় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন আরও উত্তাল হওয়ার আশঙ্কা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE