অনেক পুলিশই তাঁর অনুগামী। তবে কেন তিনি তাঁদের সহযোগিতা করবেন না! রবিবার অবশেষে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। পাশাপাশি তিনি হুঁশিয়ারিও দেন, যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত।
পণ সংক্রান্ত মামলায় সোমবার তাঁকে মুম্বইয়ে ডেকে পাঠিয়েছে পুলিশ। এ দিন মুম্বই রওনা হওয়ার আগে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “কারও বিরুদ্ধে আমার অভিযোগ নেই। যাঁরা রাবণের মতো আচরণ করছেন, নিজেরাই ধ্বংস হয়ে যাবেন।”
মুম্বই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য কয়েকশো অনুগামী হাজির ছিলেন।
তাঁকে নিয়ে দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেও এ দিন নির্বিকার ছিলেন রাধে মা। সোশ্যাল মিডিয়ায় মিনি স্কার্ট পড়া ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক। এর আগওে বহু বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও তাঁর বিরুদ্ধে ভক্তদের সঙ্গে অশ্লীল নাচ, কখনও পণের জন্য গৃহবধূকে মানসিক অত্যাচার— এ রকম বহু অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেও স্বমহিমায় নিজের রাজ্যপাট চালিয়ে গিয়েছেন রাধে মা। সোশ্যাল মিডিয়ায় লাস্যময়ী রাধে মা-র ছবি পোস্ট হওয়ার পর বিতর্কের ঝড় যখন তাঁর উপর বেশি করে আছড়ে পড়ে, হঠাত্ই নিখোঁজ হয়ে যান তিনি! মুম্বই পুলিশও হন্যে হয়ে যায় তাঁর খোঁজে। গুজব ওঠে তিনি বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন। এরই মধ্যে রাধে মা-র বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে আরও অভিযোগ জমা পড়ে। হঠাত্ই শনিবার তাঁর খোঁজ পাওয়া গেল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একটি হোটেলে। তখন বাইরে সাংবাদিকদের ভিড়। রাধে মা আবির্ভাব হতেই একের পর এক প্রশ্ন উড়ে আসে তাঁর কাছে। প্রশ্নবাণে জর্জরিত রাধে মা আচমকাই মূর্ছা যান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy