রাধাকিষাণ দামানি। ছবি: সংগৃহীত।
স্বল্পভাষী। লাজুক স্বভাবের। কিন্তু এই মানুষটিই আজ ভারতের বিলিয়নেয়ার বা একশো কোটিপতিদের মধ্যে এক জন। অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড সংস্থার কর্ণধার রাধাকিষাণ দামানি।।
সম্প্রতি ফোর্বস-এর তালিকায় ভারতের যে ১০১ জন বিলিয়নেয়ারের নাম উঠে এসেছে দামানি তাঁদের অন্যতম। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা।
আরও পড়ুন: যোগ-দিবসে আদিত্যনাথ যোগীর রাজ্যে মোদীর যোগ
কমার্স নিয়ে পড়াশোনা করলেও কলেজের গণ্ডি পেরোননি দামানি। প্রথম বর্ষেই কলেজ ছেড়ে ব্রোকারের কাজ শুরু করেন। পারিবারিক ব্যবসা ছিল বল বিয়ারিংয়ের। তাতে উত্সাহ ছিল না। নিজে কিছু করার তাগিদে ছোটখাটো কাজ দিয়ে সফর শুরু। তার পর ধীরে ধীরে রিটেল মার্কেটে প্রবেশ। সেকান থেকে আর ফিরে তাকাতে হয়নি। অদম্য ইচ্ছাশক্তির এই মানুষটি যে কখন ভারতের কোটিপতিদের তালিকায় ঢুকে পড়েছেন কেউ টের পায়নি। তাঁর সংস্থা অ্যাভিনিউ সুপারমার্ট লিমিটেড এখন দেশজুড়ে ডি-মার্ট নামে রিটেল মার্কেটে সাম্রাজ্য বিস্তার করেছে। শুধু তাই নয়, ভিএসটি, ডিএইচএল-এর মতো বেশ কিছু বড় বড় সংস্থার তিনি অংশীদারও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy