Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ফের জঙ্গি হামলার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি পঞ্জাবের বাটালায়

ফের জঙ্গি হামলার আশঙ্কা পঞ্জাবে। আবার সেই গুরুদাসপুর জেলা। বাটালা শহরে জঙ্গি হামলা হতে পারে বলে খবর পাওয়ার পর পুলিশ হাই অ্যালার্ট জারি করেছে গোটা জেলায়। জেলা সদরে ডেকে পাঠিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে বাটালার আশপাশের সব থানার পুলিশকর্মীদের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১৭:৫৪
Share: Save:

ফের জঙ্গি হামলার আশঙ্কা পঞ্জাবে। আবার সেই গুরুদাসপুর জেলা। বাটালা শহরে জঙ্গি হামলা হতে পারে বলে খবর পাওয়ার পর পুলিশ হাই অ্যালার্ট জারি করেছে গোটা জেলায়। জেলা সদরে ডেকে পাঠিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে বাটালার আশপাশের সব থানার পুলিশকর্মীদের।

গত কয়েকমাসে একের পর এক জঙ্গি হামলার শিকার পঞ্জাব। প্রথমে গুরুদাসপুর জেলার দীনানগর থানায় হামলা। সদ্য বড়সড় হামলার অভিঘাত সামলে উঠল লাগোয়া জেলা পঠানকোট। এ বার ফের গুরুদাসপুরের বাটালা হামলা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে বিশদে কোনও খবর প্রকাশ করা হয়নি। তবে বাটালার আশপাশের সব থানার পুলিশ আধিকারিকদের জরুরি ভিত্তিতে জেলা সদরে ডেকে পাঠানো হয়েছিল। জেলার পুলিশ কর্তারা চূড়ান্ত সতর্কতা অবলম্বনের জন্য সবক’টি থানাকেই নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। বাটালা এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে।

আরও পড়ুন:

৯/১১-র মতো ঘটনা আরও ঘটবে ইউরোপে, দাবি বিশেষজ্ঞদের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE