সাংবাদিক বৈঠকে রাহুল। ছবি: পিটিআই।
পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার বিরোধীরা কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর পাশে রয়েছে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা করা হলেও, তা কোনও ভাবেই সফল হবে না। জঙ্গি হামলা প্রসঙ্গে মুখ খুলে এ ভাবেই সরকার এবং সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিলের কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপি কনভয়ে গাড়িবোমা হামলা চালায় পাক মদতে পুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলায় নিহত হন ৪৪ জন জওয়ান। জঙ্গি হামলার সমালোচনা করে কঠোর পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সেই হামলা প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সভাপতি। ওই ঘটনাকে ভারতের আত্মার উপর হামলা বলে উল্লেখ করে রাহুল বলেন, ‘‘দোষীকে খুঁজে বের করতে হবে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা সফল হবে না। ’’
রাহুলের কথায়, ‘‘এখন শোক প্রকাশ করার সময়। এটা দুঃখের সময়। আমরা পুরো শক্তি দিয়ে নিহত জওয়ানদের পরিবারের পাশে আছি।’’ পাশাপাশি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আভাস দিয়ে রাহুল বলেন, ‘‘দোষীদের বুঝিয়ে দিতে হবে ভারত কিছু ভোলে না।’’
আরও পড়ুন: সিরিয়ার কায়দায় পুলওয়ামায় হামলা হতে পারে, আগাম জেনেও নেওয়া যায়নি ব্যবস্থা!
আরও পড়ুন: আগামী বছরই অবসর নেওয়ার পরিকল্পনা ছিল বাবলুর, কিন্তু তার আগেই সব শেষ
সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এগুলি জানেন? খেলুন কুইজ
রাহুলের পাশাপাশি জঙ্গি হামলার কঠোর নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। দলীয় সভাপতির মতোই এই ঘটনায় সরকার এবং নিহত জওয়ানদের পাশে থাকার কথা উঠে এসেছে তাঁর কথাতেও।
(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy