শোকের আবহে হাসছেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। ছবি সোশ্যাল মিডিয়া।
পুলওয়ামায় সেনাবাহিনীর গাড়িতে আত্মঘাতী জঙ্গি হামলার জেরে নিহত জওয়ানদের শোকে মুহ্যমান দেশ। এই ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে নিহত জওয়ানদের স্মৃতিতে মোমবাতি হাতে মৌনী মিছিলে পা মিলিয়েছেন সাধারণ মানুষ। সারা দেশে যখন শোকের আবহ, তখন কফিন বন্দি জওয়ানদের নিথর দেহের পাশে দাঁড়িয়ে বিজেপির দুই নেতার আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
জঙ্গি হামলায় নিহত হয়েছেন কেরলের বসন্ত কুমার। শনিবার তাঁর কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় লক্কিরিতে গ্রামের বাড়িতে। সে সময় নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আলফন্স কান্নানথানাম। নিহত বসন্তকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর কফিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় বিজেপির মন্ত্রীকে।
কফিনের সামনে দাঁড়িয়ে নিজস্বী তোলার সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন আলফন্স। তারপর থেকেই নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন: কাশ্মীরিদের হেনস্থার অভিযোগ, রাজ্যগুলিকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কেন্দ্রের
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে উত্তরপ্রদেশেও। সেখানেও অভিযোগের তির বিজেপির উন্নাওয়ের বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজের দিকে।
শনিবার সকালে নিহত সিআরপিএফ জওয়ান অজিত কুমারের দেহ তাঁর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল লরিতে চাপিয়ে। সেই সময় উত্সাহী জনতার ভিড় করে দাঁড়িয়েছিলেন গাড়ির চারপাশে। আর গাড়িতে ছিলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। সে সময়ই তাঁকে জনতার উদ্দেশে হাসতে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেোই ছড়িয়েছে বিতর্ক। কংগ্রেসের মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী সাক্ষী মহারাজের ওই ছবি পোস্ট করে সমালোচনায় বিদ্ধ করেছেন বিজেপি সাংসদকে।
Lets here the bhakts now...am sure there is a spin to the beaming pic of the MP. फिर से कहूँगी, शर्म तो इन्हें है नहीं pic.twitter.com/c5tXsAZg5B
— Priyanka Chaturvedi (@priyankac19) February 16, 2019
গোটা দেশে যখন শোকের আবহ, তখন জওয়ানের দেহের পাশে দাঁড়িয়ে বিজেপির নেতা মন্ত্রীদের এই আচরণে দেশের মানুষ যে বিরক্ত তা প্রতিফলিত হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
আরও পড়ুন: লঞ্চপ্যাড থেকে জঙ্গি সরাচ্ছে পাকিস্তান, ভারতের হামলার ভয়েই কি এই তত্পরতা?
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy