PS Sanjay Singh is given charge to handle the Aryan Khan Drug Case dgtl
Aryan Khan Case
Sanjay Singh IPS: সমীরকে সরিয়ে শাহরুখ-পুত্র আরিয়ান মামলার তদন্তে নতুন আইপিএস, কে এই সঞ্জয় সিংহ
আরিয়ান খান মাদক মামলা থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওয়াংখেড়েকে। এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
সংবাদ সংস্থা
মুম্বইশেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১০:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
মাদক মামলায় গত ৩ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান। সেই মামলার তদন্ত করছিলেন সমীর ওয়াংখেড়ে।
০২১১
আরিয়ান খান মাদক মামলার তদন্তভার সরিয়ে দেওয়া হয়েছে মুম্বইয়ের মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ের উপর থেকে।
০৩১১
ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এবং আরিয়ান মামলায় তদন্তের গাফিলতির অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছে।
০৪১১
এই মামলায় তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। তাঁর নেতৃত্বে রয়েছেন আইপিএস আধিকারিক সঞ্জয়কুমার সিংহ।
০৫১১
১৯৯৬ ব্যাচের ওড়িশা ক্যাডারের আইপিএস সঞ্জয়।
০৬১১
ওড়িশা পুলিশে দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছেন। সৎ পুলিশ আধিকারিক হিসেবে পরিচিত সঞ্জয়।
০৭১১
ওড়িশা পুলিশের মাদক টাস্ক ফোর্স (ডিটিএফ)-এর অতিরিক্ত ডিজি হিসেবে কাজ করেছেন। দক্ষতার সঙ্গে ভুবনেশ্বর-সহ রাজ্যের একাধিক জায়গায় মাদকচক্রের পর্দা ফাঁস করেছেন।
০৮১১
২০০৮-’১৫ পর্যন্ত সিবিআইয়ের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ছিলেন। এই সময়ে বেশ কয়েকটি হাই-প্রোফাইল মামলার তদন্ত করেছেন।
০৯১১
কাজ করেছেন ওড়িশা পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) এবং অ্যাডিশনাল কমিশনার হিসেবেও।
১০১১
২০২১-এ মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে যোগ দেন।
১১১১
সঞ্জয়ের বিরুদ্ধে কোনও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এবং ফৌজদারি মামলা নেই। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগও নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি করা চিঠিতে এমনই জানানো হয়েছে।