বৃহস্পতিবার রাতে যখন শুটিং শেষ করেছিলেন তখনও তিনি সুস্থ। অন্তত এমনটাই জানিয়েছিলেন পরিচালক অশোক পণ্ডিত। কিন্তু ৬ জানুয়ারি সকালেই তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে যায় গোটা দেশ। প্রাথমিক ভাবে জানা যায়, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মারা যান অভিনেতা ওম পুরী।
তাঁর এ ভাবে হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে পারেননি চলচ্চিত্রপ্রেমীরা। এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্যকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। কারণ মুম্বই পুলিশের দাবি, কিংবদন্তি এই অভিনেতার মৃত্যু নাকি স্বাভাবিক ভাবে হয়নি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অভিনেতার মৃত্যুর কারণ ‘অজানা’ বলে লেখা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন, জন্মদিনটা নিশ্চিত নয়, মৃত্যুদিনটা খোদাই হয়ে রইল ভারতীয় সিনেমার ইতিহাসে
পুলিশের দাবি, ওম পুরীর মাথার বাঁ দিকে আঘাতের চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের এই প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েই ‘দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু’র একটি মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের মুখপাত্র ও ডিসিপি অশোক দুধে জানান, আপাতত অভিনেতার বাড়ির পরিচারক ও গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাসিক থেকে অভিনেতার শেষকৃত্য সেরে তাঁর পরিবার ফিরে এলে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy