বন্দে ভারত এক্সপ্রেস। ফাইল চিত্র।
চলতি মাসের শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমদাবাদ ও মুম্বইয়ের মধ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ব্যবসায়িক কারণে মোদীরই রাজ্য গুজরাতে ওই দ্রুত গতির ট্রেনের সময়সূচি নিয়ে আপত্তি তুলেছে আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজ়ম কর্পোরেশন)।
ওই ট্রেনের সময়সূচির সঙ্গে তেজস এক্সপ্রেসের সময়সূচির সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। যাত্রী-স্বাচ্ছন্দ্য এবং গতির নিরিখে প্রথম শ্রেণির ওই দু’টি ট্রেন একই রুটে কাছাকাছি সময়ে ছুটলে যাত্রী হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তেজস ট্রেন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা আইআরসিটিসি।
অতিমারির দরুন গত দু’বছরে বিভিন্ন রুটে তেজস এক্সপ্রেস চালাতে গিয়ে আইআরসিটিসি-র ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে ৬৭ কোটি টাকার কাছাকাছি। আপাতত মুম্বই-আমদাবাদ রুটে ওই ট্রেন ভাল চললেও নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার খবরে আইআরসিটিসি-কর্তাদের মনে আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে।
রেল সূত্রের খবর, তেজস এখন সকাল ৬টা ৪০ মিনিটে আমদাবাদ থেকে ছেড়ে বেলা ১টা ৫ মিনিটে মুম্বইয়ে পৌঁছে যায়। ফিরতি পথে বেলা ৩টে ৪৫ মিনিটে ট্রেনটি মুম্বই থেকে ছেড়ে ট্রেনটি আমদাবাদে পৌঁছয় রাত ১০টা ১০ মিনিটে।
নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে যে-সময়সূচির প্রস্তাব আছে, তাতে দেখা যাচ্ছে, সকাল ৭টা ২৫ মিনিটে ট্রেনটি আমদাবাদ থেকে ছেড়ে বেলা ১টা ৩০ মিনিটে মুম্বই পৌঁছবে। ফিরতি পথে বেলা ২টো ৪০ মিনিটে ছেড়ে ট্রেনটি আমদাবাদে পৌঁছবে রাত ৯টা ৫ মিনিটে। দু’টি ট্রেনই ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ছুটবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy