কানহাইয়া কুমার
মুক্তি পেয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ছাত্রনেতা কানহাইয়া কুমার। তাঁর মুক্তির খবর পৌঁছতেই বিশ্ববিদ্যালয়ে চত্বর উল্লাসে ফেটে পড়ে। ‘লাল সেলাম’ ,‘আজাদি’ স্লোগানে দিতে থাকেন তাঁরা। কড়া পুলিশি নিরাপত্তায় কানহাইয়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছন। ছাত্রদের একটি সভায় তিনি যা যা বললেন—
• খিদে-দুর্নীতি-বৈষম্য –পশ্চাদপদতা থেকে স্বাধীনতা চাই
• ‘সবার জন্য উন্নয়ন’, ‘কালো টাকা ফেরাব’ সব গিমিক
• আমি ভারত থেকে নয়, ভারতের মধ্যে থেকে স্বাধীনতা চাইছি
• জেএনইউ-র বদনাম করার চেষ্টা চলছে
• ভারতের সংবিধান মেনে আমি বদলের কথা বলি
• প্রধানমন্ত্রী মন কি বাতের কথা বলেন অথচ তিনি জনগণের মনের কথা শোনেন না
• প্রধানমন্ত্রী টুইট করেন ‘সত্যমেব জয়তে’ সংবিধানের এই শব্দ সবার জন্য, তাই আমিও বলি ‘সত্যমেব জয়তে’
• এবিভিপি নকল বিপ্লবী, আমরা আসল বিপ্লবী
• রোহিত ভেমুলার হয়ে যারা লড়াই করছেন তাদের ধন্যবাদ
• এই দেশে সংখ্যালঘু, মহিলা এবং সমস্ত নিপীড়িত মানুষ স্বাধীনতার কথা বলেন
• মোদীজি স্তালিন, ক্রুশ্চেভের কথা বলেন, আমি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যাব মোদীজির স্যুট ধরে বলব একটু হিটলারের কথাও বলুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy