অস্থায়ী ভাবে অর্থমন্ত্রকের দায়িত্বে পীযূষ গয়াল। ছবি সৌজন্যে পিটিআই।
লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে পেশ হবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট। সেই বাজেটের আগে অস্থায়ী ভাবে অর্থমন্ত্রকের দায়িত্ব পেলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। চিকিৎসার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আমেরিকা যাওয়ায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হল।
আগামী ১ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে কেন্দ্রীয় সরকার। তার আগে প্রধানমন্ত্রীর দফতরের পরামর্শে পীযূষ গয়ালকে অস্থায়ীভাবে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। বুধবার রাষ্ট্রপতির অফিস থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অরুণ জেটলির চিকিত্সা চলার সময় অর্থমন্ত্রক ও অর্থমন্ত্রক সংক্রান্ত সমস্ত কাজকর্ম পরিচালনার ভার পীযূষ গয়ালের হাতে ন্যস্ত করা হল।’
আরও পড়ুন: সনিয়ার কেন্দ্র রায়বরেলীতে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা, রাজনৈতিক জল্পনা তুঙ্গে
আরও পড়ুন: তিহাড়ে এখন ছবি আঁকছে নির্ভয়া মামলার সেই সাজাপ্রাপ্ত
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy