Advertisement
০২ নভেম্বর ২০২৪

স্বাধীনতার শর্তে আলোচনায় রাজি পরেশ, নারাজ রাজ্য

ভারত সরকার অসমের স্বাধীনতা নিয়ে আলোচনায় রাজি থাকলে তবেই শান্তি আলোচনায় বসতে পারে আলফা-স্বাধীন গোষ্ঠী। আজ আলফা-স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বরুয়া এক বিবৃতিতে এই কথা জানান। তিনি বলেন, ‘‘আলফা কখনওই শান্তি বা রাজনৈতিক আলোচনা প্রক্রিয়ার বিপক্ষে নয়।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ১৪:০৯
Share: Save:

ভারত সরকার অসমের স্বাধীনতা নিয়ে আলোচনায় রাজি থাকলে তবেই শান্তি আলোচনায় বসতে পারে আলফা-স্বাধীন গোষ্ঠী। আজ আলফা-স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বরুয়া এক বিবৃতিতে এই কথা জানান। তিনি বলেন, ‘‘আলফা কখনওই শান্তি বা রাজনৈতিক আলোচনা প্রক্রিয়ার বিপক্ষে নয়। কিন্তু সেই আলোচনা কেন্দ্রের শর্ত মেনে হলে চলবে না।’’ অসমের স্বাধীনতার দাবি সরিয়ে রেখে কোনও আলোচনায় তিনি বসবেন না বলে পরেশ জানান। অসমের ডিজিপি খগেন শর্মা অবশ্য সাফ জানিয়েছেন, ‘‘আলফা-স্বাধীনের দাবি মানা বা তাদের সঙ্গে আলাদ করে আলোচনায় বসার কোনও সম্ভাবনা নেই। আলফা ও এনডিএফবির একাংশের সঙ্গে আলোচনা চলছে। সংগ্রামপন্থী নেতারা ইচ্ছা করলে সেই আলোচনায় যোগ দিতে পারেন।’’ পরেশ ডিজিপির উদ্দেশে বলেন, ‘‘সরকারী পদে থেকে শর্মা এর বাইরে কথা বলতে পারবেন না। কিন্তু অবসর গ্রহণের পরে আশা করছি তিনি অসমবাসীর স্বার্থে কাজ করবেন।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও একাধিকবার জানিয়েছে, তারা স্বাধীনতার শর্তে কোনও সংগঠনের সঙ্গে আলোচনায় বসবে না। নতুন করে কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ব্যাপারেও নারাজ কেন্দ্র।

অন্য বিষয়গুলি:

alfa paresh barua india assam terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE