মনোহর পর্বীকর। —ফাইল চিত্র।
ভারতের কাছে শান্তি ভিক্ষা করে সীমান্তে গুলিবর্ষণ বন্ধ রাখার অনুরোধ জানাল পাকিস্তান। শনিবার গোয়ার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তাঁর কড়া হুঁশিয়ারি, “যেমন ব্যবহার পাব, আমরাও ঠিক সে ভাবেই পাল্টা ফিরিয়ে দেব।”
ওই দিন তিনি বলেন, ‘‘জোর করে শান্তিতে বিঘ্ন ঘটানোর কোনও ইচ্ছা আমাদের নেই। কিন্তু কেউ যদি আমাদের দেশের দিকে কুনজরে তাকায়, তা হলে তার চোখ উপড়ে নেব।’’ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই সীমান্তে গুলি বিনিময় রোজকারের ঘটনা হয়ে দাঁড়ায়। বার বারই সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা ভারতীয় জওয়ানের উপর হামলা চালাচ্ছিল। কিন্তু গত তিন দিন ধরে তা বন্ধ রয়েছে। ভারত-পাক সেনার মধ্যে কোনও গুলি বিনিময় হয়নি। পর্রীকরের মতে, যে ভাবে পাক সেনার হামলার জবাব ভারত ফিরিয়ে দিয়েছে, তাতে তারা খুব ভাল ভাবেই এ দেশের শক্তি সম্বন্ধে ধারণা করতে পেরেছে। ভারতকে একটা আঘাতের বিনিময়ে পাকিস্তানকে দু’টো আঘাত সহ্য করতে হয়েছে। নিস্তার পাওয়া অসম্ভব বুঝে গিয়েই ভারতের কাছে শান্তির অনুরোধ জানিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy