মুখের কথায় কাজ হয়নি। এড়িয়ে যাচ্ছিলেন একাধিক বার ডাকা সত্ত্বেও। এ বার তাই চিঠি লিখে আগামিকালের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য তলব করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষিকে। এই ডাক পাঠালেন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পি চিদম্বরম। শুধু ডাকাই নয়, কেন প্রায়ই জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি হানা হচ্ছে সে বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এ ভাবে লিখিত তলব আসায় রীতিমতো অস্বস্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অনুপস্থিত থাকার অভিযোগ নতুন নয়। ওই কমিটির প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য একাধিক বার অভিযোগ জানান যে, কাজের অছিলায় স্থায়ী কমিটির বৈঠকে গরহাজির থাকতেন মহর্ষি। অনুপস্থিতির বিষয়টি প্রদীপবাবু কংগ্রেস হাইকম্যান্ডকেও জানিয়েছিলেন। কিন্তু চিঠি লিখে স্বরাষ্ট্রসচিবকে তলব করার মতো পদক্ষেপ করেননি তিনি। প্রদীপবাবুর মেয়াদ শেষে পি চিদম্বরমকে চেয়ারম্যান পদে নিয়োগ করে দল। কংগ্রেসের পরিকল্পনাই হল, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে চিদম্বরম জঙ্গি দমনে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতাকে তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ শানাবেন। দলের সমর্থন থাকায় দায়িত্ব পেয়েই মহর্ষির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেন চিদম্বরম। মহর্ষির এই অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন কমিটির অন্য বিরোধী সদস্যরাও। আর তাই চিদম্বরমের এই উদ্যোগকে সমর্থন করেছেন তাঁরাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy