Advertisement
০৩ নভেম্বর ২০২৪

‘বিফ’ তথ্যচিত্র ছাঁটাই হল দিল্লি ফেস্টিভ্যালে

দেশে সহিষ্ণুতা, অসহিষ্ণুতা নিয়ে প্রচার, প্রতিবাদ, যা-ই হোক, তাতে কান দিতে রাজি নন দিল্লিতে আন্তর্জাতিক তথ্যচিত্র উৎসবের আয়োজকরা। তাই ওই উৎসবে বাদ দেওয়া হল একটি তথ্যচিত্রকে। যাতে দেখানো হয়েছিল, গো-মাংস খাওয়াটা মুম্বইকরদের কি ভীষণ প্রিয়!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৫ ১৭:৫৫
Share: Save:

দেশে সহিষ্ণুতা, অসহিষ্ণুতা নিয়ে প্রচার, প্রতিবাদ, যা-ই হোক, তাতে কান দিতে রাজি নন দিল্লিতে আন্তর্জাতিক তথ্যচিত্র উৎসবের আয়োজকরা। তাই ওই উৎসবে বাদ দেওয়া হল একটি তথ্যচিত্রকে। যাতে দেখানো হয়েছিল, গো-মাংস খাওয়াটা মুম্বইকরদের কি ভীষণ প্রিয়!

‘অপরাধ’ এই টুকুই! তাই ‘বিফ’ নামে ২১ মিনিটের ওই তথ্যচিত্রটি উৎসবে দেখানোর অনুমতি দেয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রক। উৎসবে দেখানোর জন্য অনুমতি চাইতে মোট ৩৫টি তথ্যচিত্রকে পাঠানো হয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। তার মধ্যে শুধু ‘বিফ’-কেই উৎসবের ‘মেনু’ থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে ‘দ্বাদশ জীবিকা এশিয়া লাইভলিহুড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল’।

তবে সরকারি ভাবে ওই তথ্যচিত্রটিকে বাদ দেওয়ার কোনও কারণ জানায়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মন্ত্রকের এক কর্তা শুধু এই টুকুই বলেছেন, ‘‘ওই তথ্যচিত্রটি সম্পর্কে পর্যাপ্ত তথ্য সরকারের কাছে নেই।’’

অন্য বিষয়গুলি:

35 films fest asia India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE