ফের সংবাদের শিরোনামে কিঙ্গ খান। কয়েক দিন আগেই অসহিষ্ণুতার বিরুদ্ধে সওয়াল করে বিতর্কে পা ফেলেছেন তিনি। বিতর্ক এতটাই যে হাফিজ সইদের সঙ্গে তুলনা টেনে তাঁকে দেশদ্রোহীর তকমাও দেওয়া হয়েছে। এই আবহেই ফের বিতর্কে জড়ালেন তিনি। এ বার অবশ্য কোনও মন্তব্য তাঁকে ফ্যাসাদে ফেলেনি। ফ্যাসাদে ফেলেছে একটি বিজ্ঞাপন। একটি পানমশলা প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপন করেন তিনি। যার জেরেই মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) একটি নোটিশ জারি করে তাঁর বিরুদ্ধে। তবে শুধু তিনি একাই নন। এফডিআই-র এই তালিকায় অবশ্য আরও বলিউড তারকারা। নোটিশ পাঠানো হয়েছে মনোজ বাজপেয়ী, অজয় দেবগণ, গোবিন্দাকেও।
এফডিআই-র দাবি, তারকারা সমাজের মুখ। তাঁদের এই ধরনের বিজ্ঞাপন করা উচিত নয়। তাছাড়া মহারাষ্ট্রে পান মশলায় নিষেধাজ্ঞাও রয়েছে। কেন তাঁরা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেছেন তার কৈফিয়ত দিতে হবে তাঁদের।
এর আগেও মধ্যপ্রদেশে মদের বিজ্ঞাপন করার জন্য শাহরুখ, অজয় দেবগণ এবং সইফআলি খানের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল। ২০১৪ সালের এই ঘটনা থেকেও কি শিক্ষা নেননি বলিউড তারকারা? উঠছে সেই প্রশ্নও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy