Advertisement
২২ নভেম্বর ২০২৪
Noida

তিন মাসে ৪ কোটি টাকা! বিদ্যুতের বিল দেখে তাজ্জব উত্তরপ্রদেশের বাসিন্দা, ভুল শুধরে কী বলল বণ্টন সংস্থা?

তিন মাসে বিদ্যুতের বিল ৪ কোটি টাকারও বেশি। সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা এক ব্যক্তির মোবাইলে এই মেসেজ পাঠিয়েছিল বিদ্যুৎ বণ্টন নিগম। পরে অবশ্য অভিযোগ জমা পড়তেই ভুল শুধরে নেয় তারা।

Noida man receives electricity bill of worth Rs 4 Crore due to technical error

প্রযুক্তিগত সমস্যায় গ্রাহকের কাছে গেল ‘ভুল’ বিল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১২:৫৯
Share: Save:

কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, কোনও অফিসও নয়। সাধারণ বসত বাড়ি। সেই বাড়িতেই নাকি গত তিন মাসের বিদ্যুতের বিল এসেছে চার কোটি টাকার উপরে! সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা বসন্ত শর্মা। উত্তরপ্রদেশ বিদ্যুৎ বণ্টন নিগম থেকে তাঁর মোবাইলে মেসেজ গিয়েছে। সেখানে তিন মাসের বিল দেখাচ্ছে, ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৮৪১ টাকা!

নয়ডার সেক্টর ১২২-এ শ্রমিক কুঞ্জে ওই বাড়িটিতে ভাড়ায় থাকেন বসন্ত। পেশায় রেলকর্মী। এখন শিমলায় প্রশিক্ষণ চলছে তাঁর। বসন্তের দাবি, নয়ডার ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ তাঁর স্ত্রী প্রিয়ঙ্কার নামে নেওয়া। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর মোবাইলে এসএমএস আসে বিদ্যুৎ বণ্টন নিগম থেকে। সেখানে উল্লেখ ছিল, গত তিন মাসে নাকি ৪ কোটি টাকার উপরে বিদ্যুতের বিল এসেছে তাঁদের বাড়িতে। অথচ, বাড়িতে খুব সাধারণ কিছু বৈদ্যুতিন সামগ্রী রয়েছে বলেই দাবি বসন্তের।

মোবাইলে আসা ওই বিলে এটাও বলা ছিল, যদি ২৪ জুলাইয়ের আগে টাকা জমা দেওয়া হয়, তা হলে তাঁকে ২ লাখ ৮৪ হাজার ৯৬৯ টাকা ছাড় দেওয়া হবে। মেসেজে এই বিল আসার পর বসন্ত যোগাযোগ করেন বাড়ির মালিকের সঙ্গে। পরে ওই এলাকার আবাসিকদের সংগঠনের তরফে বিদ্যুৎ বণ্টন নিগমকে অভিযোগ জানানো হয়।

যদিও এ বিষয়ে উত্তরপ্রদেশ বিদ্যুৎ বণ্টন নিগমের বক্তব্য, “কম্পিউটারে কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে ওই স্বয়ংক্রিয় মেসেজটি চলে গিয়েছিল গ্রাহকের মোবাইলে। তবে বিদ্যুৎ বণ্টন নিগমের সিস্টেমে ওই বিলটি সংশোধন করে নতুন বিল পাঠানো হয়েছে বসন্তকে। সংশোধনের পর তিন মাসের জন্য বসন্তের বিল এসেছে ২৬ হাজার টাকা।”

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Noida Electriciity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy