Advertisement
০২ নভেম্বর ২০২৪

সামনে ভোট, পরিচ্ছন্নতার পরীক্ষা দিলই না কলকাতা!

সেই বড়দিনের সময় থেকে নীল-সাদা আলোয় শহর সাজিয়ে রেখেছে কলকাতা পুরসভা! সেতু, উড়ালপুল, বড় রাস্তায় সন্ধে হলেই এখন জ্বলে উঠছে এলইডি টুনি বাল্ব! তা বলে কি শহর আগের থেকে পরিষ্কার হয়েছে রাজ্যে তৃণমূল জমানায়?

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৫২
Share: Save:

সেই বড়দিনের সময় থেকে নীল-সাদা আলোয় শহর সাজিয়ে রেখেছে কলকাতা পুরসভা! সেতু, উড়ালপুল, বড় রাস্তায় সন্ধে হলেই এখন জ্বলে উঠছে এলইডি টুনি বাল্‌ব! তা বলে কি শহর আগের থেকে পরিষ্কার হয়েছে রাজ্যে তৃণমূল জমানায়?

নাহ! সেই প্রশ্নের উত্তর জানার সুযোগ রইল না! কারণ, সামনে বিধানসভা নির্বাচন। তাই হয়তো দেশজুড়ে স্বচ্ছতা সমীক্ষার পরীক্ষায় কলকাতাকে বসাতেই চাইল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার! আবার পরীক্ষায় বসেও এক প্রকার ডাহা ফেল করল আসানসোল ও ধানবাদ। গোটা দেশের যে ৭৩টি শহর নিয়ে সমীক্ষা চালিয়েছিল কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এবং কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়া, তার চূড়ান্ত তালিকায় শেষ থেকে প্রথম ও দ্বিতীয় হল ধানবাদ ও আসানসোল। ভাল জায়গায় নেই বারাণসীও। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রটির স্থান হয়েছে ন’নম্বরে।

আরও দেখুন

দেশের ১০টি সবচেয়ে নোংরা শহর

পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকলেও স্বচ্ছতার নিরিখে গৌরবের সঙ্গে প্রথম দশ শহরের তালিকায় উঠে এলো মাইসুরু, চণ্ডীগড়, তিরুচিরাপল্লী, নয়াদিল্লি পুরসভা এলাকা, বিশাখাপত্তনম, সুরাত, রাজকোট, গ্যাংটক, পিম্প্রি-ছিন্দওয়াড়, গ্রেটার মুম্বই!

দিল্লিতে আজ ওই সমীক্ষার ফলাফল প্রকাশ করতে গিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু বলেন, ‘‘গোড়ায় স্থির ছিল দেশের ৭৫টি শহরকে নিয়ে স্বচ্ছতা সমীক্ষা করা হবে। কিন্তু শেষ মুহূর্তে কলকাতা ও নয়ডার তরফে জানানো হয় এই রাউন্ডে তারা অংশ নিতে চায় না। আগামী বছর তারা পরীক্ষায় বসবে। তাই ৭৩টি শহরকে নিয়েই সমীক্ষা করা হয়েছে।’’ তাঁর কাছে প্রশ্ন করা হয় কেন কলকাতা এবারের সমীক্ষায় অংশ নিল না? জবাবে বেঙ্কাইয়া বলেন, ‘‘তার উত্তর সংশ্লিষ্ট পুরসভা বা রাজ্য সরকারই দিতে পারবে।’’

আরও দেখুন

এ দেশের সবচেয়ে পরিচ্ছন্ন ১০ শহর

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী আরও বলেন, বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা, পয়ঃপ্রণালির পরিকাঠামো গঠন সহ স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে কৌশলগত পরিকাঠামো নির্মাণের ভিত্তিতে মূলত এই সমীক্ষা করা হয়। আশা করা হচ্ছে এই সমীক্ষা ছোট ও বড় শহরগুলির নিজেদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বাড়াবে। আর তার মাধ্যমে সামগ্রিক ভাবে স্বচ্ছতা অভিযান সফল হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE