চার বছর বয়সে যোগ শুরু করেছিলেন তিনি। তা দেখে মুগ্ধ হন স্বামী সত্যানন্দ সরস্বতী। সেই ছেলেকে নিজের মতো করে তৈরি করবেন বলে ওই বয়সেই মধ্যপ্রদেশের রাজনন্দগাঁও থেকে তাঁর বাবা-মায়ের অনুমতি নিয়ে আসেন নিজের কাছে, মুঙ্গেরে। আজ দেশে-বিদেশে বিহার স্কুল অব যোগের জনপ্রিয়তার পিছনে অন্যতম অবদান সেই ছেলেটিরই। তিনি সত্যানন্দের উত্তরসূরি স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী।
মুঙ্গেরের বিহার স্কুল অব যোগে-র প্রধান নিরঞ্জনানন্দ সরস্বতীকে এ বার পদ্মভূষণ সম্মান দিচ্ছে ভারত সরকার। নিরঞ্জনানন্দের জন্ম ১৯৬০ সালে। দশ বছর বয়সেই দশনামি সন্ন্যাস গ্রহণ। এর পর থেমে থাকেননি। ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকায় যোগের প্রচার শুরু করেন তিনি। ১৯৮৩-এ ফের মুঙ্গেরে ফেরেন। তাঁর যোগনিদ্রা দেশে-বিদেশে সুনাম অর্জন করে। সত্যানন্দ যোগ সেন্টার তৈরি করে দেশে-বিদেশে তিনি নিজের গুরুর দেখানো পথের প্রচার শুরু করেন। বিহার স্কুল অব যোগ, শিবানন্দ মঠ ও যোগ রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে শুরু হয় ভারতের প্রাচীন সংস্কৃতির প্রচার। ১৯৯৪-এ দেশের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় তৈরি করেন নিরঞ্জনানন্দ। উপনিষদ, তন্ত্র ও যোগ নিয়ে তাঁর লেখা প্রচুর বইও রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy