ছবি: পিটিআই।
আতঙ্ক তো ছিলই। সেই আতঙ্ককে অনেকাংশে বাড়িয়ে কেরলে নতুন করে দু’জনের প্রাণ কেড়ে নিল ভয়ঙ্কর নিপা ভাইরাস। নিপা ত্রাসে কেরলের কোঝিকোড়ের থরহরি কম্পমান দশা । সেই কোঝিকোড় থেকেই দু’জনের মৃত্যুর খবর এসেছে। এর ফলে, কেরলে নিপার থাবায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।
পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি দেওয়া হিসেব অনুযায়ী, কেরলের এখনও পর্যন্ত ১৭ জনের দেহে নিপা ভাইরাসের প্রমাণ মিলেছে। তাঁদের চিকিত্সা চলছে। কিন্তু ওই ভাইরাস এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
কলকাতায় এক সেনাকর্মীর মৃত্যুর পেছনেও কি নিপা ভাইরাস? প্রশ্নটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত রবিবার কলকাতারই কম্যান্ড হাসপাতালে মৃত্যু হয় সীনু প্রসাদ নমের ওই সেনাকর্মীর। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়ছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সত্যি সত্যিই কি সীনু নিপায় আক্রান্ত হয়েছিলেন, তা নিয়ে নিশ্চিত হওয়া যাবে পুণে থেকে রিপোর্ট এলেই। জানা গিয়েছে, কেরলের বাসিন্দা সীনু দিন সাতেক বাড়িতে কাটিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে কাজে যোগ দিয়েছিলেন। এর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: স্টারলাইট বন্ধ নিয়ে কোর্টের পথে বেদান্ত
আরও পড়ুন: শিমলায় জল নেই, বিপাকে পর্যটকেরাও
নিশ্চিত প্রমাণ না মিললেও, ফলাহারি বাদুড় থেকেই সংক্রমণ ছড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এত দিন ধরে কেরল থেকে বিপুল পরিমাণে খেজুর, আম এবং কলা আমদানি করত সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু বাদুড় থেকে সংক্রমণের আশঙ্কায় তারা কেরল থেকে সমস্ত ফল আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy