Advertisement
০২ নভেম্বর ২০২৪
National News

ভিআইপি কালচার তুলে ইপিআই চাই, মোদীর মন কি বাত

ভিআইপি নয়, নতুন ভারতে সব মানুষই হবে গুরুত্বপূর্ণ। রবিবার ‘মন কি বাত’-এর ৩১তম পর্বে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ১৫:১৮
Share: Save:

ভিআইপি নয়, নতুন ভারতে সব মানুষই হবে গুরুত্বপূর্ণ। রবিবার ‘মন কি বাত’-এর ৩১তম পর্বে দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

দেশে ‘ভিআইপি কালচার’ চলুক এটা যে তিনি চাইছেন না, তা স্পষ্ট করেন মোদী। দেশকে এই ‘সংস্কৃতি’ থেকে মুক্ত করতে নেতা-মন্ত্রীদের গাড়িতে লাল বাতি নিষিদ্ধ করা হয়েছে। মোদী বলেন, “ভিআইপি নয়, ইপিআই (এভরি পার্সন ইমপর্ট্যান্ট) প্রয়োজন।” তাঁর মতে, গাড়িতে শুধু লাল বাতি নিষিদ্ধ করেই ‘ভিআইপি কালচার’ দূর করা সম্ভব নয়। এই কালচারকে মন থেকেও সরিয়ে ফেলতে হবে। তবেই সমস্যার এর আশু সমাধান হবে। মোদী আরও জানান, দেশে ভিআইপি সংস্কৃতির শিকড় অনেক গভীরে। এই সংস্কৃতি দেশে নেতিবাচক পরিবেশ তৈরি করেছে।

আরও পড়ুন: ডানলপ অধিগ্রহণ কবে, দিন গুনছেন শ্রমিকেরা

এ দিন তিনি দেশের নতুন প্রজন্মের উদ্দেশেও কিছু কথা বলেন। পরীক্ষা শেষ হলেই গরমের ছুটি শুরু হয়ে যাবে। তাই ছাত্রছাত্রীদের মোদী পরামর্শ দেন, এই সময় চুপ করে বসে না থেকে নতুন কিছু করার তাগিদ রাখতে হবে। মোদী জানান, নানা রকম সমস্যা নিয়ে দেশের প্রান্ত থেকে বেশ কিছু প্রস্তাব আসে। বলেন, “ভাল লাগে, যখন দেখি মানুষ দেশের বিভিন্ন সমস্যা সামাধানে নানা রকম প্রস্তাব রাখছেন।”

অন্য বিষয়গুলি:

Modi Maan Ki Baat VIP EPI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE