সুনীল অরোরা
আর কয়েক মাসের মধ্যেই সামলাতে হবে লোকসভার ভোট। তাই পূর্বসূরির কাছে থেকে কাজ ‘বুঝছেন’ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। যিনি গত রবিবার ওমপ্রকাশ রাওয়তের কাছ থেকে দায়িত্ব নিয়েছেন।
২০১৭ সালের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনার হন রাজস্থান ক্যাডারের আইএএস অরোরা। তার পর থেকে এ পর্যন্ত ১১টি রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশন সূত্র বলছে, তাঁর পূর্বসূরিরা আরও অনেক বেশি বিধানসভা নির্বাচন সামলে তার পর মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিলেন।
২০১৪ সালে লোকসভা ভোটের সময়ে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভি এস সম্পত। তার আগে ২৮-২৯টি বিধানসভা নির্বাচন পরিচালনায় যুক্ত ছিলেন তিনি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময় যিনি মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন, সেই নবীন চাওলাও কমিশনার হিসেবে ২০-২২টি রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে যুক্ত ছিলেন। সংশ্লিষ্ট মহলের মতে, বেশি রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর অভিজ্ঞতা থাকলে লোকসভা ভোট করানো সহজ। কারণ, সেই রাজ্যের ভোটকেন্দ্রিক পরিস্থিতি অনেকটাই জানা থাকে, সেখানকার প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে ধারণাও তৈরি হয়।
অরোরা যে ১১টি রাজ্যে বিধানসভা ভোট পরিচালনা করেছেন, সেখানে সব মিলিয়ে লোকসভার আসন সংখ্যা ১৫০। ফলে পূর্বসূরিদের তুলনায় অরোরার অভিজ্ঞতা খানিকটা হলেও কম। সেই ‘খামতি’ দূর করতে ‘হোমওয়ার্ক’ শুরু করে দিয়েছেন তিনি। ‘পরামর্শ’ নিচ্ছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদী, ভি এস সম্পতদের কাছ থেকে।
ঘনিষ্ঠ মহলে অরোরা বলেছেন, আমলা হিসেবে তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। যখনই নতুন কোনও পদে গিয়েছেন, সেখানে দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারের কাজকেও সে ভাবেই দেখছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy