প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্ত্রী গুরশরণ সিংহের নিরাপত্তা কাঁটছাঁট করার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। এত দিন মনমোহন-পত্নীকে ‘জ়েড প্লাস’ নিরাপত্তা দেওয়া হত। এ বার থেকে সেই নিরাপত্তা বলয় কমিয়ে ‘জ়েড ক্যাটগরি’ করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, গুরশরণের নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা হ্রাসের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে নানা মহলে।
সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই গুরশরণ সিংহের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বর্তমানে সিআরপিএফ কর্মীরা তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তবে আগের তুলনায় সংখ্যায় কম। মনমোহন-পত্নীর জন্য কত জন নিরপত্তাকর্মী থাকবেন তা-ও জানানো হয়েছে। তাঁর নিরাপত্তায় থাকবেন ছ’জন বন্দুকধারী জওয়ান। এ ছাড়াও, দু’জন নিরাপত্তারক্ষী সর্বদা তাঁর বাসভবনে পাহারার দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে ইস্তফার পরও মনমোহন এবং তাঁর আত্মীয়েরা এসপিজি সুরক্ষা পেতেন। কিন্তু, ২০১৯ সালে মোদী সরকার এসপিজি-র বদলে ‘জ়েড প্লাস’ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সময় সময় এই নিরাপত্তা বলয় পর্যালোচনা করে থাকে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন:
গত ২৬ ডিসেম্বর রাতে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে থাকা মনমোহন। ৯২ বছরের রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর তিন মাস পরই মোদী সরকার গুরশরণের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিল।