রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে জম্মু-কাশ্মীর হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারী। কিন্তু সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়তেই ওই অনুপ্রবেশকারীকে আটকানোর চেষ্টা করেন। তাঁকে সতর্ক করেন। কিন্তু তার পরেও সতর্কবার্তা উপেক্ষা করে এগোতে শুরু করতেই গুলি চালান বিএসএফ জওয়ানরা। আর তাতেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।
বিএসএফ এক বিবৃতি জারি করে জানিয়েছে, ৪ এপ্রিল মধ্যরাতে যখন জওয়ানরা টহল দিচ্ছিলেন, সেই সময় তাঁরা দেখেন এক ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। তাঁকে সতর্ক করা হয়। কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন। বার বার সতর্ক করা হয়েছিল। কিন্তু তার পরেও এগোনোর চেষ্টা করেন। বিপদের আশঙ্কা করেই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন:
বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই সন্দেহভাজন। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।গত সোমবার অমৃতসর থেকে এক সন্দেহভাজনকে আটক করে বিএসএফ। ধৃত ব্যক্তি পাক নাগরিক বলেই জেরায় জানতে পেরেছে বিএসএফ। অমৃতসরের ভারোপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। তাঁকে আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।