Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Uddhav Thackeray

Maharashtra Crisis: বিকেলে বসছেন শিবসেনার বিধায়করা, বৈঠককে অবৈধ ঘোষণা শিন্ডের

মূল ঘটনা

১৬:১৫ সর্বশেষ
বিদ্রোহী বিধায়কদের মুখ্য প্রতিনিধি হিসেবে ভারত গোগাভালের নাম ঘোষণা শিন্ডের
১৬:০৬
চার্টার্ড বিমানে গুয়াহাটি পৌঁছে গেলেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি
১৫:৩২
৪৬ জন বিধায়ক আছেন, সংখ্যাটা আরও বাড়বে: একনাথ শিন্ডে
১৫:২৫
মুখ্যমন্ত্রীকে বেশ হাসিখুশিই দেখলাম, কোনও সমস্যা নেই: মহারাষ্ট্রের মন্ত্রী
১৫:০৮
বর্তমান রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনাই হয়নি মন্ত্রিসভার বৈঠকে: সূত্র
১৫:০৪
কাজিরাঙা দারুণ জায়গা, ঘুরতে যাওয়ার জন্য আদর্শ: সঞ্জয় রাউত
১৫:০২
শরদ পওয়ারের ডাকে বৈঠকে এনসিপি বিধায়করা
১৪:৫০
কোনও সমস্যা নেই, সরকার চলবে পাঁচ বছর: বালাসাহেব থোরাট
১৪:৪৪
মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: সঞ্জয় রাউত
১৪:৩৯
রাজ্য বন্যায় ডুবছে, আপনি অন্য রাজ্যের বিধায়ক ভাঙাচ্ছেন! হিমন্তকে তোপ সুস্মিতার

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৬:৩৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৬:১৫ key status

বিদ্রোহী বিধায়কদের মুখ্য প্রতিনিধি হিসেবে ভারত গোগাভালের নাম ঘোষণা শিন্ডের

ভারত গোগাভালেকে বিদ্রোহী বিধায়কদের মুখ্য প্রতিনিধি হিসেবে তুলে ধরলেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। টুইট করে জানালেন এ কথা। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৬:০৬ key status

চার্টার্ড বিমানে গুয়াহাটি পৌঁছে গেলেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি

মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল আরও চার বিধায়ককে নিয়ে অসম রওনা হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। একটি চার্টার্ড বিমানে চন্দ্রকান্ত প্রথমে মুম্বই থেকে সুরাতে আসেন, তার পর সেখান থেকে বিমানেই রওনা দেন গুয়াহাটির উদ্দেশে। 

Advertisement
timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৫:৩২ key status

৪৬ জন বিধায়ক আছেন, সংখ্যাটা আরও বাড়বে: একনাথ শিন্ডে

বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। তার মধ্যে ৬-৭ জন নির্দল বিধায়ক রয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘এই সংখ্যা ক্রমশ বাড়বে। এখনও পর্যন্ত আমরা বিজেপির থেকে কোনও প্রস্তাব পাইনি। তাঁদের সঙ্গে আমাদের এই মুহূর্তে আলোচনাও চলছে না।’’ পাশাপাশি তিনি স্পষ্ট জানান, উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁদের কোনও আলোচনার সম্ভাবনা নেই। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৫:২৫ key status

মুখ্যমন্ত্রীকে বেশ হাসিখুশিই দেখলাম, কোনও সমস্যা নেই: মহারাষ্ট্রের মন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব। বর্তমান পরিস্থিতিতে তিনি একটুও চাপে নেই বলে দাবি রাজ্যের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নিতিন রাউতের। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বেশ হাসিখুশিই দেখলাম। সরকার বিপদে পড়লে তিনি নিশ্চয়ই হাসতে পারতেন না। এর অর্থ সরকারের সামনে কোনও সঙ্কট নেই। সব ঠিক আছে।’’ 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৫:০৮ key status

বর্তমান রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনাই হয়নি মন্ত্রিসভার বৈঠকে: সূত্র

পূর্ব নির্ধারিত বিষয় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনও আলোচনাই হয়নি। সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর।  

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৫:০৪ key status

কাজিরাঙা দারুণ জায়গা, ঘুরতে যাওয়ার জন্য আদর্শ: সঞ্জয় রাউত

কাজিরাঙা দারুণ জায়গা। যাঁরা প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে চান, ওখানে যেতেই পারেন ঘুরতে। শিবসেনা ও নির্দল বিধায়কদের নিয়ে একনাথের অসমে চলে যাওয়া প্রসঙ্গে বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।  

Advertisement
timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৫:০২ key status

শরদ পওয়ারের ডাকে বৈঠকে এনসিপি বিধায়করা

মহারাষ্ট্রের এনসিপি বিধায়কদের বৈঠকে ডাকলেন শরদ পওয়ার।  

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:৫০ key status

কোনও সমস্যা নেই, সরকার চলবে পাঁচ বছর: বালাসাহেব থোরাট

মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী বালাসাহেব থোরাট জানান, সরকারের কোনও সমস্যা নেই। পুরো ৫ বছর এমভিএ সরকার চলবে বলে দাবি করেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:৪৪ key status

মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: সঞ্জয় রাউত

যতক্ষণ না সমস্ত বিদ্রোহী বিধায়ক মুম্বই ফিরছেন,  কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হবে না। জানালেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘‘আমি বর্ষা (উদ্ধবের বাসভবন) যাচ্ছি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু একটা কথা পরিষ্কার করে দিতে চাই, যা সিদ্ধান্ত হবে তা নেওয়া হবে মহা বিকাশ আগড়ির সমস্ত সদস্যদের উপস্থিতিতেই। ’’

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:৩৯ key status

রাজ্য বন্যায় ডুবছে, আপনি অন্য রাজ্যের বিধায়ক ভাঙাচ্ছেন! হিমন্তকে তোপ সুস্মিতার

শিবসেনা বিধায়কদের গুয়াহাটির পাঁচ তারা হোটেলে রাখার ব্যবস্থা করে দিয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এমনই অভিযোগ বিরোধীদের। অসম যখন বন্যায় ডুবছে, তখন অন্য রাজ্যের বিধায়ক ভাঙানোর অপচেষ্টা কি না করলেই নয়! হিমন্তকে নিশানাকরে টুইট তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের।    

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:৩৩ key status

আমাকে অপহরণ করা হয়েছিল, জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়: সেনা বিধায়ক

সুরাত থেকে নাগপুর ফিরে শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখের অভিযোগ, ‘‘আমাকে অপহরণ করা হয়েছিল, জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতে আমি হাজির থাকতে পারি। কিন্তু আমি উদ্ধব ঠাকরের সঙ্গে আছি।’’

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:৩০ key status

একনাথের ‘কর্মকাণ্ডে’র প্রতিবাদ করতে গিয়ে কেঁদে ফেললেন শিবসেনা নেত্রী

একনাথ শিন্ডের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে কেঁদে ফেললেন শিবসেনা কর্মীরা। অউরঙ্গাবাদে একটি শিবসেনার মহিলা শাখার একটি প্রতিবাদ সমাবেশে কাঁদতে দেখা যায় নেত্রী ও কর্মীদের।  

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:২৪ key status

‘পালিয়ে’ মুম্বই ফিরলেন শিবসেনা বিধায়ক কৈলাস

মহারাষ্ট্রের ওসমানাবাদের শিবসেনা বিধায়ক কৈলাস পাটিলের অভিযোগ, তাঁকে ভুল বুঝিয়ে গুজরাত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন একনাথ শিন্ডের লোকেরা। কিন্তু তিনি বুঝতে পেরে পালিয়ে ফিরে আসেন। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:২১ key status

বৈঠকে গরহাজির বিধায়কদের সদস্যপদ বাতিল

বিকেল ৫টায় উদ্ধবের বাসভবনের বৈঠকে যে শিবসেনা বিধায়ক হাজির থাকবেন না, তাঁর দলীয় সদস্যপদ বাতিল করতে পারে শিবসেনা বলে সূত্রের খবর। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:১৭ key status

ফডণবীসের বাড়িতে বৈঠকে বিজেপিও

মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে বৈঠকে বিজেপি-ও। আসন্ন রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আসনের অঙ্ক নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লি গিয়েছিলেন দেবেন্দ্র। সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন তিনি। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:১২ key status

বিকেল ৫টায় উদ্ধবের বাসভবনে বিধায়কদের বৈঠক ডাকল শিবসেনা

বিকেল ৫টায় বিধায়কদের বৈঠকে ডাকল শিবসেনা। মুখ্যমন্ত্রী উদ্ধবের বাসভবনের সেই বৈঠকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত শিবসেনা বিধায়ককে। 

timer শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৪:০০ key status

ভার্চুয়াল মাধ্যমে উদ্ধব, শুরু মন্ত্রিসভার বৈঠক

মুম্বইয়ে শুরু ‘মহা বিকাশ আগড়ি (এমভিএ)’-এর মন্ত্রিসভার বৈঠক। করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে হাজির আছেন ভার্চুয়াল মাধ্যমে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy