ফাইল ছবি।
ভারত গোগাভালেকে বিদ্রোহী বিধায়কদের মুখ্য প্রতিনিধি হিসেবে তুলে ধরলেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। টুইট করে জানালেন এ কথা।
शिवसेना विधिमंडळ मुख्य प्रतोद पदी शिवसेना आमदार श्री.भरत गोगावले यांची नियुक्ती करण्यात आली आहे. सबब, श्री.सुनील प्रभू यांनी आजच्या आमदारांच्या बैठकीबद्दल काढलेले आदेश कायदेशीरदृष्ट्या अवैध आहेत.
— Eknath Shinde - एकनाथ शिंदे (@mieknathshinde) June 22, 2022
মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল আরও চার বিধায়ককে নিয়ে অসম রওনা হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। একটি চার্টার্ড বিমানে চন্দ্রকান্ত প্রথমে মুম্বই থেকে সুরাতে আসেন, তার পর সেখান থেকে বিমানেই রওনা দেন গুয়াহাটির উদ্দেশে।
Maharashtra BJP chief Chandrakant Patil arrives in Surat, Gujarat on a chartered flight. He will reach Guwahati, Assam along with 4 MLAs. pic.twitter.com/SvwywhTefu
— ANI (@ANI) June 22, 2022
বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। তার মধ্যে ৬-৭ জন নির্দল বিধায়ক রয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘এই সংখ্যা ক্রমশ বাড়বে। এখনও পর্যন্ত আমরা বিজেপির থেকে কোনও প্রস্তাব পাইনি। তাঁদের সঙ্গে আমাদের এই মুহূর্তে আলোচনাও চলছে না।’’ পাশাপাশি তিনি স্পষ্ট জানান, উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁদের কোনও আলোচনার সম্ভাবনা নেই।
মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব। বর্তমান পরিস্থিতিতে তিনি একটুও চাপে নেই বলে দাবি রাজ্যের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নিতিন রাউতের। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বেশ হাসিখুশিই দেখলাম। সরকার বিপদে পড়লে তিনি নিশ্চয়ই হাসতে পারতেন না। এর অর্থ সরকারের সামনে কোনও সঙ্কট নেই। সব ঠিক আছে।’’
There was no point in holding political discussions because the situation is completely under control. CM (who joined via VC) had a smile on his face. You can understand he's not tensed, so Govt is not tensed either: Maharashtra Min & Congress leader Nitin Raut after cabinet meet pic.twitter.com/oLmDpmFVCw
— ANI (@ANI) June 22, 2022
পূর্ব নির্ধারিত বিষয় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনও আলোচনাই হয়নি। সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর।
কাজিরাঙা দারুণ জায়গা। যাঁরা প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে চান, ওখানে যেতেই পারেন ঘুরতে। শিবসেনা ও নির্দল বিধায়কদের নিয়ে একনাথের অসমে চলে যাওয়া প্রসঙ্গে বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
Kaziranga is a good place to visit. The area is also receiving good rainfall. Those who want to see nature can go there: Shiv Sena leader Sanjay Raut when asked about Maharashtra MLAs camping in Guwahati, Assam pic.twitter.com/6jx8CAj72C
— ANI (@ANI) June 22, 2022
মহারাষ্ট্রের এনসিপি বিধায়কদের বৈঠকে ডাকলেন শরদ পওয়ার।
No difficulties, everything will be alright. Govt will continue: Maharashtra Min & Congress leader Balasaheb Thorat when asked about #MaharashtraPoliticalCrisis & if Govt will continue for 5 yrs
— ANI (@ANI) June 22, 2022
"No. No discussion is needed," on if political crisis was discussed in cabinet meet pic.twitter.com/LIW6TgYzyo
মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী বালাসাহেব থোরাট জানান, সরকারের কোনও সমস্যা নেই। পুরো ৫ বছর এমভিএ সরকার চলবে বলে দাবি করেন তিনি।
যতক্ষণ না সমস্ত বিদ্রোহী বিধায়ক মুম্বই ফিরছেন, কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হবে না। জানালেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘‘আমি বর্ষা (উদ্ধবের বাসভবন) যাচ্ছি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু একটা কথা পরিষ্কার করে দিতে চাই, যা সিদ্ধান্ত হবে তা নেওয়া হবে মহা বিকাশ আগড়ির সমস্ত সদস্যদের উপস্থিতিতেই। ’’
শিবসেনা বিধায়কদের গুয়াহাটির পাঁচ তারা হোটেলে রাখার ব্যবস্থা করে দিয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এমনই অভিযোগ বিরোধীদের। অসম যখন বন্যায় ডুবছে, তখন অন্য রাজ্যের বিধায়ক ভাঙানোর অপচেষ্টা কি না করলেই নয়! হিমন্তকে নিশানাকরে টুইট তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের।
I hear MLAs of Maharashtra coming to Assam as part of the poaching exercise. Parts of Assam are so flooded that there is no drinking water or electricity. Pls don’t distract @himantabiswa he needs to focus on this grave situation. 🙏🏻 pic.twitter.com/7YQOdHQoyA
— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) June 22, 2022
সুরাত থেকে নাগপুর ফিরে শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখের অভিযোগ, ‘‘আমাকে অপহরণ করা হয়েছিল, জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতে আমি হাজির থাকতে পারি। কিন্তু আমি উদ্ধব ঠাকরের সঙ্গে আছি।’’
#WATCH | Shiv Sena MLA Nitin Deshmukh - who returned to Nagpur from Surat - says, "...100-150 Policemen took me to a hospital & pretended as I've suffered an attack. They wanted to operate on me, harm me under that pretext. By God's grace, I'm alright. I am with Uddhav Thackeray" pic.twitter.com/r1uSOMK0IS
— ANI (@ANI) June 22, 2022
একনাথ শিন্ডের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে কেঁদে ফেললেন শিবসেনা কর্মীরা। অউরঙ্গাবাদে একটি শিবসেনার মহিলা শাখার একটি প্রতিবাদ সমাবেশে কাঁদতে দেখা যায় নেত্রী ও কর্মীদের।
#WATCH | Maharashtra: Shiv Sena women workers in Aurangabad break down and weep as they protest against rebel leader Eknath Shinde who has led to ongoing instability in the MVA govt in the state pic.twitter.com/8tzXK5Urw6
— ANI (@ANI) June 22, 2022
মহারাষ্ট্রের ওসমানাবাদের শিবসেনা বিধায়ক কৈলাস পাটিলের অভিযোগ, তাঁকে ভুল বুঝিয়ে গুজরাত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন একনাথ শিন্ডের লোকেরা। কিন্তু তিনি বুঝতে পেরে পালিয়ে ফিরে আসেন।
Shiv Sena's Chief Whip, Sunil Prabhu issues a letter to all party MLAs, asking them to be present in an important meeting that will be held today evening. Letter states that if someone remains absent, it'll be considered that the said MLA has decided to quit the party voluntarily pic.twitter.com/9iQ9bKziiM
— ANI (@ANI) June 22, 2022
বিকেল ৫টায় উদ্ধবের বাসভবনের বৈঠকে যে শিবসেনা বিধায়ক হাজির থাকবেন না, তাঁর দলীয় সদস্যপদ বাতিল করতে পারে শিবসেনা বলে সূত্রের খবর।
মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে বৈঠকে বিজেপি-ও। আসন্ন রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আসনের অঙ্ক নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লি গিয়েছিলেন দেবেন্দ্র। সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন তিনি।
বিকেল ৫টায় বিধায়কদের বৈঠকে ডাকল শিবসেনা। মুখ্যমন্ত্রী উদ্ধবের বাসভবনের সেই বৈঠকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত শিবসেনা বিধায়ককে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy