শ্রা শ্রী রবিশঙ্কার।
রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কের সমাধানে তাঁর মধ্যস্থতার উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দেশের প্রধান মুসলিম সংগঠনগুলি। তবে আজ অযোধ্যায় পা রেখেই ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর দাবি করলেন, বিতর্কিত জমিতে রামমন্দির গড়ে তুলতে মুসলিম সম্প্রদায়ের বড় অংশেরই সায় রয়েছে।
অযোধ্যা বিতর্কে মধ্যস্থতার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে গত কালই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আলোচনা করেছেন রবিশঙ্কর। যোগী এ দিন বলেন, ‘‘এই ক্ষেত্রে সরকার শরিক নয়। তবে আলোচনার মধ্যে দিয়ে সব পক্ষ যদি কোনও সমাধান সূত্রে পৌঁছতে পারে, তা হলে আমরা ওই প্রস্তাবকে সমর্থন করব। আর যদি তা সম্ভব না হয়, সে ক্ষেত্রে আদালত যা বলবে, আমরা তা-ই মেনে নেব।’’ রবিশঙ্কর অবশ্য দাবি করেছেন, ‘‘পরিস্থিতি ইতিবাচক। মানুষ বিবাদ চাইছে না।’’ সমাধানসূত্র খুঁজতে তিনি সবার সঙ্গেই কথা বলবেন। তবে এর পরেও তাঁর মন্তব্য, ‘‘জানি ব্যাপারটা অতসহজ নয়।’’
আরও পড়ুন: প্রশ্ন আটকাতে মেরুকরণই দাওয়াই
রবিশঙ্কর এখনও পর্যন্ত মুসলিম নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন নি। তবে তার আগেই আজ তিনি মন্তব্য করেন, ‘‘জানি সবাই হয়তো এই কথাটা মেনে নেবেন না। তবে দেশের অধিকাংশ মুসলিম রামমন্দির গড়ার ব্যাপারে আপত্তি করছেন না। তবে এর পরেও বলব, সবার সঙ্গে কথা বলতে হবে। তার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।’’ রবিশঙ্কর বলেন, ‘‘কখনও কখনও মনে হয়, সমাধান সূত্র অসম্ভব। কিন্তু আমাদের দেশের মানুষ, যুবসমাজ ও দুই সম্প্রদায়ের নেতারা একে সম্ভব করে তুলতে পারেন।’’
আলোচনার বিভিন্ন পক্ষের মধ্যে অযোধ্যায় রামজন্মভূমি ন্যাসের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসের সঙ্গেও দেখা করবেন রবিশঙ্কর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy