ছবি: এএফপি।
ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় তো পাবেই! আর সে কারণেই বিমানবন্দরে হুমকি ফোন আসার পর থেকেই সতর্কতা জারি করা হয়েছে মুম্বই শহর জুড়ে। বিমানবন্দরের পাশাপাশি তাজ হোটেলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয় ওই ফোনে। এর পরেই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। পুলিশ সূত্রে খবর, ওই রাতে মুম্বই বিমানবনন্দরে কর্তব্যরত ম্যানেজারের কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, বিমানবন্দরের দু’টি টার্মিনালে বিস্ফোরণ ঘটানো হতে পারে। এর পাশাপাশি বলা হয়, তাজ হোটেলেও নাশকতামূলক হামলা চালানো হতে পারে। নির্দিষ্ট এই হুমকি পেয়ে সতর্ক হয়ে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তা-ব্যক্তিরা। বিমানবন্দর এবং ওই হোটেল তো বটেই, গোটা শহর জুড়েই চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সন্দেহজনক কোনও কিছু দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ।
২৬/১১ মুম্বই হামলার স্মৃতি এখনও মুছে যায়নি শহরের মন থেকে। ৭/১১-র সিরিয়াল ট্রেন বিস্ফোরণে দোষীদের চূড়ান্ত সাজা ঘোষণার কথা বুধবার। তার মধ্যে এমন হুমকি বার্তা রীতিমতো টেনশনে ফেলে দিয়েছে মুম্বই পুলিশকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy